Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঝাকজমক পূর্ণভাবে ডিজিটাল সেন্টারের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বিস্তারিত

ডিজিটাল সেন্টারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার উদ্যোক্তাদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিতহয়। এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে হাসান মার্কেট পয়েন্টে হয়ে আবার জেলা প্রশাসন প্রাঙ্গনে এসে শেষ হয়।


র‌্যালী শেষে সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাওআইসিটি) জনাব শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক জনাব জয়নাল আবেদীন বলেন, জনগণের দোর গোড়ার ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১০ সালের ১১ নভেম্বর সিলেট জেলায় ১০৫টি ইউনিয়নের ২১০ জন উদ্যোক্তাদের নিয়ে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সকল ডিজিটাল সেন্টার হতে অনলাইনে জন্মনিবন্ধন, পাসর্পোটের আবেদন, অনলাইন পর্চার আবেদন, পল্লী বিদুৎ বিল জমা, ভিসা আবেদন, কম্পিউটার কম্পোজ, প্রিন্ট, স্ক্যানিং, ফটোকপি, ল্যামিনেশন, মোবাইল ব্যাংকিং সেবা, কম্পিউটার প্রশিক্ষন সেবা, ই-মেইল সেবাসহ সর্বমোট ১০২ টি ডিজিটাল সেবা প্রদান করা হয়।


সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মো. শহীদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী কমিশনার (আইসিটি শাখা) জনাব মো. শাহাদাত হোসেন সহ জেলা প্রশাসন, সিলেট এর কর্মকর্তাবৃন্দ।

ছবি
ডাউনলোড