হজ্বের প্রাক-নিবন্ধনের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উভয়ভাবে নিবন্ধন করা যাবে। এক্ষেত্রে সরকারি ব্যবস্থার জন্য নিকটস্থ ইউনিয়ন ডিজিটাল সেন্টার,, জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, পরিচালক হজ্ব কার্যালয় এবং বেসরকারি ব্যবস্থাপনার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ্ব এজেন্সির মাধ্যমে নিবন্ধন করা যাবে। এক্ষেত্রে নির্দিস্ট কেন্দ্রে গিয়ে ফর্ম পূরণ করে নিবন্ধনের কাজ সম্পাদন করতে হবে। ফর্ম পূরণের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, হজ্বযাত্রীদের বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে ট্র্যাক নম্বর সম্বলিত প্রিন্ট করা কাগজসহ সরকার নির্ধারিত ব্যাংকে ৩০ হাজার ৭৫২টাকা জমা দিতে হবে। যারা হজ্বে যেতে চান তারা আজই প্রাক-নিবন্ধন করে ফেলুন।
হজ্ব সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে ক্লিক করুনঃ http://www.hajj.gov.bd/
হজ্বের আরও তথ্য জানুনঃ http://goo.gl/QPWZVM - এ লিংক থেকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস