কনটেন্ট ক্রিয়েটর, জেলা প্রশাসন, সিলেট: ই-ফাইলিং (নথি) বাস্তবায়ন সংক্রান্ত ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা আজ সকাল ৯.৩০ শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালাটি চলবে আগামীকাল ১৪ জুন ২০১৬ পর্যন্ত। বর্তমান সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়ন ও সকল সরকারী দপ্তরকে পেপারবিহীন কার্যালয়ে রুপান্তর করতে এটুআই ই-ফাইল (নথি) সফটওয়ারটি ডেভেলপ করেছে। মাঠ পর্যায়ে সফটওয়ারটি ব্যবহার বান্ধব করতে পর্যায়ক্রমে এরকম প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামাী ১৫-১৬ জুন ২০১৬ তারিখে জেলা প্রশাসন, সিলেট এর ব্যবস্থাপনায় ৩য় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। উক্ত প্রশিক্ষণে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সদর ও গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, পৃথক উপজেলাধীন দুইটি করে সরকারী দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণ অংশ গ্রহণ করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস