স্মারক নং-সিসপা/১৪৭/১০ তারিখঃ ৭/১২/১০
ভর্তি বিজ্ঞপ্তি
সিলেট মহানগরের আওতাধীন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১১ শিক্ষাবর্ষে তৃতীয়, ষষ্ঠ ও অষ্টম শ্রেণী (প্রভাতী ও দিবা শিফটে) ভর্তির জন্য আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি :২৬/১২/২০১০ খ্রিঃ, রবিবার (সকাল ১০.০০ টা হতে ১২.০০ টা পর্যন্ত)।
আবেদনপত্র সংগ্রহ ও জমাদান :১৫/১২/২০১০ খ্রিঃ হতে ২৩/১২/২০১০ খ্রিঃ পর্যন্ত।
ভর্তি পরীক্ষার ফি :১০০/- (একশত) টাকা মাত্র।
পরীক্ষার বিষয় ও পূর্ণমান :বাংলা - ৩০, ইংরেজি - ৩০, গনিত - ৪০ = মোট ১০০।
ফলাফল প্রকাশ :২৭/১২/২০১০ খ্রিঃ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে।
ভর্তি ফরম সংগ্রহ :www.dcsylhet.gov.bd এ ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নির্দেশণাবলীঃ
1) www.dcsylhet.gov.bd এ ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদনের নির্দিষ্ট লিংকে যেতে হবে।
2) ভর্তির আবেদনের জন্য নির্দিষ্ট অনলাইন ফরম পূরন করতে হবে।
3) অনলাইন ফরম পূরণের সময়কালঃ ১৫/১২/২০১০ খ্রিঃ হতে ২৩/১২/২০১০ খ্রিঃ পর্যন্ত।
4) ফরম পূরণের পর আবেদনকারী ভর্তি পরীক্ষার রোল নম্বর প্রাপ্ত হবে।
5) আবেদনকারী প্রাপ্ত রোল নম্বর নিয়ে ১৫/১২/২০১০ খ্রিঃ হতে পরীক্ষা শুরু হওয়ার ১ (এক) ঘন্টা পূর্ব পর্যন্ত বিদ্যালয়ের নির্দিষ্ট শাখায় নগদ ১০০/- (একশত) টাকা ও দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি নিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
6) আবেদনকারী অনলাইনে ফরমটি নিজে পূরণ করতে না পারলে নির্দিষ্ট বিদ্যালয় শাখায় বা ২১/২২ ডিসেম্বর, ২০১০ খ্রিঃ সিলেট বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় (স্থানঃ সিলেট স্টেডিয়াম জিমনেসিয়ামে) নির্দিষ্ট স্টলে অনলাইনে ফরম পূরণ করতে পারবে।
7) শহীদ, যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী শিক্ষার্থী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী সমাপনী উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী কোটা সংরক্ষিত থাকবে।
8) ফলাফলঃ জেলা প্রশাসকের ওয়েবসাইট www.dcsylhet.gov.bd , সংশ্লিষ্ট বিদ্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
9) ভর্তির সময় (প্রযোজ্য ক্ষেত্রে) শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার সার্টিফিকেট, সর্বশেষ প্রতিষ্ঠানের টি.সি. প্রদান করতে হবে।
10) সংরক্ষিত কোটার ক্ষেত্রে ভর্তির সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর প্রশংসা পত্র, শহীদ/যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান/ প্রতিবন্ধী শিক্ষার্থীদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমানপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
(জাহাঙ্গীর কবীর আহাম্মদ)
প্রধান শিক্ষক
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সিলেট
ও
সদস্য সচিব
ভর্তি কমিটি-২০১১।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS