খনিজ সম্পদে ভরপুর সিলেট জেলা। এ জেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে মুল্যবান খনিজ সম্পদ। খনিজ সম্পদের তথ্য। প্রধান প্রধান খনিজ সম্পদঃ ১। প্রাকৃতিক গ্যাস( হরিপুর গ্যাস ক্ষেত্র, কৈলাশটিলা গ্যাস ক্ষেত্র, সিলেট গ্যাস ক্ষেত্র, সেভরন গ্যাস ক্ষেত্র) বাংলাদেশের মোট গ্যাসের উল্লেখযোগ্য অংশ সিলেটে মুজুদ আছে।
২। অপরিশোধিত তেলঃ প্রাকৃতিক গ্যাসের সাথে গ্যাস কুপ হতে খনিজ তেল আহরন করা হয়। তেল সম্পদের মধ্যে আছে- ডিজেল, পেট্রোল ও অকটেন।
৩। পাথরঃ বাংলাদেশের পাথরের চাহিদার ৯০% ই আসে সিলেট হতে। ৪। চুনাপাথর
সিলেট জেলার গ্যাস ক্ষেত্র গুলোর মজুদ সম্পর্কে তথ্য
গ্যাস ক্ষেত্রের আরো তথ্য জানাতে ফোন করতে পারেন:
ব্যবস্থাপনা পরিচালক, হরিপুর গ্যাস ফিল্ড: ০৮২১-২৮৭১৭৩৬
জালালাবাদ গ্যাস ফিল্ড সম্পর্কে জানতে: প্রেসিডেন্ট, শেভরন, বালাদেশ, ০২-৯৮৯২২৪৪ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS