Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Information about border section
সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা 

৬টি
১. কোম্পানীগঞ্জ ২. গোয়াইনঘাট ৩. জৈন্তাপুর ৪. কানাইঘাট ৫. জকিগঞ্জ
৬. বিয়ানীবাজার

বিজিবি ব্যাটালিয়ান

সিলেট জেলায় ৩টি বিজিবি ব্যাটালিয়ান রয়েছে
১. ১৯ বিজিবি ২. ৪৮ বিজিবি ৩. ৫২ বিজিবি

বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা  ১. ১৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকা কানাইঘাট ও জকিগঞ্জ), ২. (৪৮ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা এবং ৩. এবং
৫২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকা বিয়ানীবাজার
ভারত-বাংলাদেশ যৌথ বর্ডার হাট স্থাপন সংক্রান্ত তথ্য
সিলেট জেলায় ৩টি বর্ডার হাট স্থাপনের কার্যক্রম চলমান আছে।
১। (ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট-ভোলাগঞ্জ, ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট, মেঘালয়)
২। (সনাতনপুঞ্জি , কানাইঘাট, সিলেট- হুরাই, ইস্ট জৈন্তা হিলস ডিস্ট্রিক, মেঘালয়)
৩। (মুড়িয়া, বিয়ানীবাজার, সিলেট - লাটু , করিমগঞ্জ ডিস্ট্রিক, আসাম, ভারত)
DC-DM সভা
বাংলাদেশ-ভারতের মধ্যে ডিসি-ডিএম পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়
চুনাপাথর আমদানি সংক্রান্ত ভারত-বাংলাদেশ “ইছামতি” এবং “চেলা” রুটে এল.সি’র মাধ্যমে নৌকাযোগে বোল্ডার পাথর ও চুনাপাথর পরিবহনের জন্য সংশ্লিষ্ট কোম্পানীসমূহের নিয়োজিত এজেন্ট ও বারকী নৌকার মাঝি/শ্রমিক বরাবরে পরিচিতি কার্ড ইস্যু করা হয়ে থাকে।‌‌‌
সীমান্ত পিলার সংক্রান্ত সিলেট জেলার সীমান্ত এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার নির্মাণ
পুন:নির্মাণ/মেরামত/সংস্কার সংক্রান্ত কার্যাবলী।
সীমান্ত শাখা থেকে অনুষ্ঠিত সভাসমূহ

১. জেলা নারী ও শিশু পাচার রোধ সংক্রান্ত কমিটির সভা
২. জেলা চোরাচালান দমন টাস্কফোর্স কমিটির সভা
৩. জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির সভা
৪. জেলা চোরাচালান মামলা মনিটরিং সেলের ১ম পক্ষের সভা
৫. জেলা চোরাচালান মামলা মনিটরিং সেলের ২য় পক্ষের সভা