সিলেট জেলা ক্রীড়া সংস্থা
সিলেট জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কার্যনির্বাহী পরিষদ গত ২রা জানুয়ারী ২০১১ খ্রি: তারিখে দায়িত্বভার গ্রহণ করার পর হতে অদ্যাবধি পর্যমত্ম জেলা ক্রীড়া সংস্থার মূল উদ্দেশ্যকে সমুন্নত রেখে তথা জেলাব্যাপী খেলাধূলার উন্নয়ন, প্রসার এবং সমন্বয় সাধন করা, খেলাধূলার প্রশিÿণের পরিকল্পনা ও কর্মসূচী প্রণয়ন করা, খেলাধূলার মান উন্নীতকরণ, আমত্ম:উপজেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান, জেলা ক্রীড়া দলসমূহের জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক কার্যক্রম ও খেলাধূলার আয়োজনে সহায়তা করা এবং প্রয়োজনে পরামর্শ প্রদান ও তত্ত্বাবধান করা, জাতীয় ক্রীড়া ফেডারেশনের সহিত আলোচনাক্রমে ফেডারেশনের বিধিমালা অনুযায়ী এবং তাহাদের তত্ত্বাবধানে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানসহ জাতীয় ক্রীড়ানীতির আলোকে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম গ্রহণ করেছে-
ফেব্রম্নয়ারী ২০১৩ পর্যমত্ম ৫৯টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ১ম বিভাগ, ২য় বিভাগ, অনুর্ধ্ব ১৬, অনুর্ধ্ব ১৮ প্রভৃতি বয়সভিত্তিক ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, আরচ্যারী, সাতার, দাবা, হকি ইত্যাদি খেলায় পূরম্নষ ও মহিলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিভিন্ন জাতীয় দিবস যেমন, স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবস, আমত্মর্জাতিক মাতৃভাষা দিবস প্রভৃতি শ্রদ্ধার সাথে পালন করা হয় সিলেট জেলা ক্রীড়া সংস্থা থেকে।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ
সভাপতি - জেলা প্রশাসক, সিলেট
সহ সভাপতি - পুলিশ সুপার
সহ সভাপতি - উপ পুলিশ কমিশনার(এস এম পি)
সহ সভাপতি - অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)
সহ সভাপতি - মো: ফয়জুল হক চৌধুরী
সহ সভাপতি - বিমলেন্দু দে নান্টু
সহ সভাপতি - জুনেদ আহমদ
সাধারণ সম্পাদক - আব্দুল হালিম(সুনু মিয়া)
সহ-সাধারণ সম্পাদক - ফেরদৌস চৌধুরী রম্নহেল
যুগ্ম-সম্পাদক - সাহিদ আহমদ চৌধুরী জুয়েল
যুগ্ম-সম্পাদক - মুফতি আব্দুল খাবির
কোষাধ্যÿ - এ.এ.এম. মিরাজ(জাকির)
এছাড়া ১৭(সতের) জন সম্মানিত সদস্য রয়েছে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS