জেলা প্রশাসকের কার্য্যালয়, সিলেট এর ৩নং ভবনের ৪র্থ তলার ৪০৯ নং কক্ষ
নাগরিক সেবা
সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান |
মন্তব্য |
বিজ্ঞ জিপি ও এজিপিদের সম্মানী বিল যাচাই করণ |
প্রাপ্ত বিল নিষ্পত্তি ও নথির সাথে যাচাই পূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নেজারত শাখায় প্রেরণ করা হয়। |
১৫ কার্য দিবস |
বিলম্ব বা অন্য কোন সমস্যা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা আর,এম শাখা/ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট এর সাথে যোগাযোগ করে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা হয়। |
কোন ফি প্রয়োজন হয় না। |
রীট পিটিশন মামলা |
রীট পিটিশন মামলার আরজির পাওয়ার ০৫(পাঁচ) দিনের মধ্যে এস,এফ প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট সংস্থা/বিভাগ বরাবরে আরজির কপি প্রেরণ করা হয় এবং এস,এফ প্রাপ্তির পর পরীক্ষা-নিরীক্ষা করে সলিসিটর উইং বরাবরে প্রেরণ করা হয়। |
২৫ কার্য দিবস |
ঐ |
ঐ |
সিভিল রিভিশন মামলা |
বিজ্ঞ সরকারি কৌঁসুলীর পরামর্শ মোতাবেক সিভিল রিভিশন মামলা দায়েরের জন্য সিনিয়র সহকারী সচিব/ এ্যাটনী জেনারেল বরাবরে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করা হয়। |
রায় প্রাপ্তির এক মাসের মধ্যে। |
যথাযথ কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক বিষয়টি নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করা হয়। |
ঐ |
স্বত্ব মামলা |
মামলার আরজি ও নোটিশ পাওয়ার পর বিজ্ঞ সরকারি কৌঁসুলীর নিকট প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট অফিস হতে প্রাপ্ত কাগজপত্রের ভিত্তিতে বিজ্ঞ সারকারি কৌঁসুলী কর্তৃক জবাব প্রস্তুত করে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়। |
০১(এক) মাস |
ঐ |
ঐ |
ক) বাজে আপীল মামলা খ) অর্থ ঋণ আদালতের মামলা গ) বাজে মামলা |
সরকারি স্বার্থ রক্ষার্থে বিজ্ঞ সরকারি কৌঁসুলীর মাধ্যমে আদালতে উপস্থাপনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। |
০১(এক) মাস |
ঐ |
ঐ |
0
০১। বিজ্ঞ জি পি ও এজিপিদের সম্মানী বিল যাচাই করণ।
০২। রীট পিটিশন মামলা।
০৩। সিভিল রিভিশন মামলা ।
০৪। স্বত্ব মামলা।
০৫। বাজে আপীল মামলা।
০৬। অর্থ ঋণ আদালতের মামলা।
০৭। বাজে মামলা।
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS