সাধারণ শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়ের ১নং ভবনের ৩য় তলার ৩০৪ নং কক্ষ।
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থহলে সেবা প্রদানের বিধান |
১ |
মুক্তিযুদ্ধ/ মুক্তিযোদ্ধা বিষয়ক কার্যক্রম |
আবেদনের প্রেক্ষিতে নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী সম্মানীভাতা প্রদান, মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী নির্ধারণ, মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তিকরণ, মুক্তিযোদ্ধাদের দাফন কাফন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবার কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। |
--------------------------------- |
আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে সম্পূর্ণ করার সুযোগ প্রদান। |
২ |
চাকুরীরত অবস্থায় মৃত কর্মকর্তা/ কর্মচারীদের এককালীন অনুদান বিষয়ক কার্যক্রম |
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার ২৫ নভেম্বর ২০১৩ তারিখের ০৫.১২৩.০০২.০০.০০.০৩৩.২০১৩-৩২৫ নং স্মারকের নির্দেশনা অনুসারে বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় কোন সরকারি কর্মকর্তা/ কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান নীতিমালা, ২০১৩ অনুসারে মৃত কর্মকর্তা/কর্মচারী উত্তরাধীকারীর আবেদনের প্রেক্ষিতে কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। |
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে প্রতি তিনমাস অন্তর অন্তর সভা আহবান করে কার্যক্রম গ্রহণ করা হয়। |
আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে সম্পূর্ণ করার সুযোগ প্রদান। |
৩ |
কৃষি বিষয়ক কার্যক্রম |
আবেদনের প্রেক্ষিতে সার ডিলার নিয়োগ, ডিলার প্রতি সারের মূল্যের উপর ভুর্তুকি প্রদান। |
নির্দিষ্ট কোন সময়সীমা নেই। |
------------------------------- |
৪ |
ক্রীড়া বিষয়ক কার্যক্রম |
অস্বচ্ছল ক্রীড়াবিদ/ ক্রীড়া সংগঠকদের অনুদান প্রদান। ক্রিকেট, ফুটবলসহ জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াসমূহ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। |
নির্দিষ্ট কোন সময়সীমা নেই। |
------------------------------- |
৫ |
অসচ্ছল সংস্কৃতি সেবীদের অনুদান |
আবেদনের প্রেক্ষিতে অসচ্ছল সংস্কৃতি সেবীদের মাসিক/ এককালীন অনুদান প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। |
প্রতি বছরের ডিসেম্বর মাসে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুসারে সভা আহবান করে যাচাই বাচাইপূর্বক আবেদন সমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। |
------------------------------- |
৬ |
প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে প্রাপ্ত অনুদান বিতরণ |
আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ব্যক্তি/ প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত অনুদান বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। |
নির্দিষ্ট কোন সময়সীমা নেই। |
আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে সম্পূর্ণ করার সুযোগ প্রদান। |
৭ |
নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির উন্নয়ন/ সনদ প্রদান বিষয়ক কার্যক্রম |
সরকার প্রদত্ত আদেশসমূহ পালন এবং আবেদনের প্রেক্ষিতে নৃ-তাত্ত্বিক সনদপত্র প্রদান করা হয়ে থাকে। |
আবেদন প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। |
------------------------------- |
৮ |
ওরস, মিলাদ মাহফিল ও মাঠ ব্যবহারের অনুমতি বিষয়ক সেবা প্রদান |
আবেদনপত্রের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। |
নির্দিষ্ট কোন সময়সীমা নেই। |
------------------------------- |
৯ |
পদক সংক্রান্ত কার্যক্রম |
জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিলকৃত আবেদনপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়ে থাকে। |
মন্ত্রনালয় নির্ধারিত সময়সীমা। |
------------------------------- |
১০ |
স্মারকলিপি বিষয়ক কার্যক্রম |
ব্যক্তি/ প্রতিষ্ঠান নির্দিষ্ট কোন বিষয়ের উপর গুরুত্বারোপ করে দাখিলকৃত স্মারকলিপি প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়ে থাকে। |
নির্দিষ্ট কোন সময়সীমা নেই। |
------------------------------- |
১১ |
মানসম্মত শিক্ষা কার্যক্রম |
উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মান সম্মত শিক্ষা কার্যক্রমের গৃহীত পদক্ষেপসমূহ একত্রিভূত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনার, সিলেট বিভাগ, সিলেট বরাবর প্রেরণ করা হয়ে থাকে। |
প্রতি মাসের ৫ তারিখের মধ্যে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। |
------------------------------- |
১২ |
পরিবেশ সংক্রান্ত কার্যক্রম |
পরিবেশ দিবসসহ পরিবেশ রক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। |
নির্দিষ্ট কোন সময়সীমা নেই। |
------------------------------- |
১৩ |
বিভিন্ন দিবস সংক্রান্ত কার্যক্রম |
জাতীয় শোক দিবস, জাতীয় শিশু দিবস, আন্তর্জাতিক নারী দিবস, জনসেবা দিবসসহ অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহ সরকারি নির্দেশনা অনুসারে উদযাপনের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। |
সংশ্লিষ্ট মন্ত্রনালয় কর্তৃক নির্ধারিত সময়সীমা। |
------------------------------- |
১৪ |
ইটভাটা লাইসেন্স প্রদান ও নবায়নের মাধ্যমে সেবা প্রদান। |
লাইসেন্স প্রদান:উদ্যোক্তা নির্বারিত ফি ৫০০০/- জমাপ্রদান করতঃ প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা প্রশাসক বরাবরে আবেদনকরলে ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৩ ধারা মতে বর্ণিত কমিটি তদমত্মক্রমে প্রতিবেদন দাখিল করেন।
লাইসেন্স নবায়ন :উদ্যোক্তা নির্বারীত উৎস কর ৪৫,০০/- ও নবায়ন ফি ৫০০০/- জমা প্রদান করে জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আবেদন করলে জেলা প্রশাসক মহোদয় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ২০/১০/২০০২ তারিখের ৯১২ নং পরিপত্রের ৪ নং অনুচ্ছেদের নির্দেশমতে পরিবেশ ছাড়পত্র প্রদানের পর লাইসেন্স নবায়ন করেন। উক্ত লাইসেন্স এর মেয়াদ ১ বছর পর্যন্ত বহাল থাকে। |
১) নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আবেদন প্রাপ্তির ০৭ দিনের মধ্যে তদন্ত কমিটির নিকট প্রেরণ । ২) তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির ০৭ দিনের মধ্যে লাইসেন্স প্রদান। ৩) দাখিলকৃত প্রয়োজনীয় কাগজাদির সত্যতা যাচাইয়ের পর ৭ থেকে ১০ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করা হয়। |
প্রাপ্ত আবেদনে ও দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ কিংবা ভূল ক্রটি থাকিলে আবেদনকারীকে সংশোধনের সুযোগ প্রদান। |
১৫ |
হজ্ব সংক্রান্ত সেবা প্রদান |
নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে হজ্জ আবেদন ফরম পূরণ করে ব্যাংক ড্রাফট,ছবি.নিজ ঠিকানা সম্বলিত খাম ও ডাকটিকেট সহ হজ্বের আবেদন ফরম ও আমত্মর্জাতিক পাসপোর্ট এ অফিসের প্রদান করতে হয় । |
নির্ধারীত তারিখের মধ্যে হজ্জ অফিস ঢাকায় প্রেরণ করা হয় এবং হ্জ্জ যাত্রীদের তালিকা পুলিশ সুপার জেলা বিশেষ শাখা ও সিভিল সার্জন সিলেট বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গহেণের জন্য প্রেরণ করা হয়। |
------------------------------- |
১৬ |
পত্রিকা ডিক্লারেশন প্রদানের মাধ্যমে সেবা প্রদান প্রদান ও নবায়নের মাধ্যমে সেবা প্রদান। |
ডিক্লারেশন প্রদান: উদ্যোক্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে, আবেদনপত্র উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা অথবা পুলিশ সুপার জেলা বিশেষ শাখার প্রতিবেদন এবং চলচ্চিত্র অধিদপ্তর ঢাকা হতে প্রাপ্ত ছাড়পত্রের আলোকে ডিক্লারেশন প্রদান করা হয়। |
আবেদন প্রাপ্তির ১-৩ মাসের মধ্যে। |
প্রাপ্ত আবেদনে ও দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ কিংবা ভূল ক্রটি থাকিলে আবেদনকারীকে সংশোধনের সুযোগ প্রদান। |
১৭ |
প্রেস ডিক্লারেশন/ প্রেসের অনুমতি প্রদানের মাধ্যমে সেবা প্রদান । |
প্রেসের ডিক্লারেশন প্রদান: উদ্যোক্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে, আবেদনপত্র উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা অথবা পুলিশ সুপার জেলা বিশেষ শাখা হতে প্রতিবেদনের আলোকে প্রেসের অনুমতি প্রদান করা হয়। |
আবেদন প্রাপ্তির ১-২ মাসের মধ্যে। |
প্রাপ্ত আবেদনে ও দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ কিংবা ভূল ক্রটি থাকিলে আবেদনকারীকে সংশোধনের সুযোগ প্রদান। |
১৮ |
সিনেমা হল |
লাইসেন্স প্রদান: উদ্যোক্তা নির্বারিত ফি ২০০/- জমাপ্রদান করতঃ প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা প্রশাসক বরাবরে আবেদন দাখিল করলে তদন্ত প্রতিবেদন গ্রহন স্বাপেক্ষে সিনেমাটোগ্রাফী আইন-১৯৪৮ এর আলোকে লাইন্সে প্রদান করা হয়। |
নির্দিষ্ট কোন সয়মসীমা নাই। |
প্রাপ্ত আবেদনে ও দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ কিংবা ভূল ক্রটি থাকিলে আবেদনকারীকে সংশোধনের সুযোগ প্রদান। |
0
০১.ইটভাটা লাইসেন্স প্রদান ও নবায়নের মাধ্যমে সেবা প্রদান।
০২.হজ্ব সংক্রান্ত সেবা প্রদান।
০৩.পত্রিকা ডিক্লারেশন প্রদানের মাধ্যমে সেবা প্রদান প্রদান ও নবায়নের মাধ্যমে সেবা প্রদান।
০৪.প্রেস ডিক্লারেশন/ প্রেসের অনুমতি প্রদানের মাধ্যমে সেবা প্রদান ।
০৫.সিনেমা হল এর লাইসেন্স সংক্রান্ত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS