Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সাধারণ শাখা, সিলেট
Details

 

 সাধারণ শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়ের ১নং ভবনের ৩য় তলার ৩০৪ নং কক্ষ।


Citizen Service

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থহলে সেবা প্রদানের বিধান

মুক্তিযুদ্ধ/ মুক্তিযোদ্ধা বিষয়ক কার্যক্রম

আবেদনের প্রেক্ষিতে নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী সম্মানীভাতা প্রদান, মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী নির্ধারণ, মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তিকরণ, মুক্তিযোদ্ধাদের দাফন কাফন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবার কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

---------------------------------‌

আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে সম্পূর্ণ করার সুযোগ প্রদান।

চাকুরীরত অবস্থায় মৃত কর্মকর্তা/ কর্মচারীদের এককালীন অনুদান বিষয়ক কার্যক্রম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার ২৫ নভেম্বর ২০১৩ তারিখের ০৫.১২৩.০০২.০০.০০.০৩৩.২০১৩-৩২৫ নং স্মারকের নির্দেশনা অনুসারে বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় কোন সরকারি কর্মকর্তা/ কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান নীতিমালা, ২০১৩ অনুসারে মৃত কর্মকর্তা/কর্মচারী উত্তরাধীকারীর আবেদনের প্রেক্ষিতে কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে প্রতি তিনমাস অন্তর অন্তর সভা আহবান করে কার্যক্রম গ্রহণ করা হয়।

আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে সম্পূর্ণ করার সুযোগ প্রদান।

কৃষি বিষয়ক কার্যক্রম

আবেদনের প্রেক্ষিতে সার ডিলার নিয়োগ, ডিলার প্রতি সারের মূল্যের উপর ভুর্তুকি প্রদান।

নির্দিষ্ট কোন সময়সীমা নেই।

-------------------------------

ক্রীড়া বিষয়ক কার্যক্রম

অস্বচ্ছল ক্রীড়াবিদ/ ক্রীড়া সংগঠকদের অনুদান প্রদান।

ক্রিকেট, ফুটবলসহ জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াসমূহ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে।

নির্দিষ্ট কোন সময়সীমা নেই।

-------------------------------

অসচ্ছল সংস্কৃতি সেবীদের অনুদান

আবেদনের প্রেক্ষিতে অসচ্ছল সংস্কৃতি সেবীদের মাসিক/ এককালীন অনুদান প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

প্রতি বছরের ডিসেম্বর মাসে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুসারে সভা আহবান করে যাচাই বাচাইপূর্বক আবেদন সমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

-------------------------------

প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে প্রাপ্ত অনুদান বিতরণ

আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ব্যক্তি/ প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত অনুদান বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

নির্দিষ্ট কোন সময়সীমা নেই।

আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে সম্পূর্ণ করার সুযোগ প্রদান।

নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির উন্নয়ন/ সনদ প্রদান বিষয়ক কার্যক্রম

সরকার প্রদত্ত আদেশসমূহ পালন এবং আবেদনের প্রেক্ষিতে নৃ-তাত্ত্বিক সনদপত্র প্রদান করা হয়ে থাকে।

আবেদন প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে সনদপত্র প্রদান করা হয়।

-------------------------------

ওরস, মিলাদ মাহফিল ও মাঠ ব্যবহারের অনুমতি বিষয়ক সেবা প্রদান

আবেদনপত্রের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

নির্দিষ্ট কোন সময়সীমা নেই।

-------------------------------

পদক সংক্রান্ত কার্যক্রম

জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিলকৃত আবেদনপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়ে থাকে।

মন্ত্রনালয় নির্ধারিত সময়সীমা।

-------------------------------

১০

স্মারকলিপি বিষয়ক কার্যক্রম

ব্যক্তি/ প্রতিষ্ঠান নির্দিষ্ট কোন বিষয়ের উপর গুরুত্বারোপ করে দাখিলকৃত স্মারকলিপি প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়ে থাকে।

নির্দিষ্ট কোন সময়সীমা নেই।

-------------------------------

১১

মানসম্মত শিক্ষা কার্যক্রম

উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মান সম্মত শিক্ষা কার্যক্রমের গৃহীত পদক্ষেপসমূহ একত্রিভূত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনার, সিলেট বিভাগ, সিলেট বরাবর প্রেরণ করা হয়ে থাকে।

প্রতি মাসের ৫ তারিখের মধ্যে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

-------------------------------

১২

পরিবেশ সংক্রান্ত কার্যক্রম

পরিবেশ দিবসসহ পরিবেশ রক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

নির্দিষ্ট কোন সময়সীমা নেই।

-------------------------------

১৩

বিভিন্ন দিবস সংক্রান্ত কার্যক্রম

জাতীয় শোক দিবস, জাতীয় শিশু দিবস, আন্তর্জাতিক নারী দিবস, জনসেবা দিবসসহ অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহ সরকারি নির্দেশনা অনুসারে উদযাপনের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

সংশ্লিষ্ট মন্ত্রনালয় কর্তৃক নির্ধারিত সময়সীমা।

-------------------------------

১৪

ইটভাটা লাইসেন্স প্রদান ও নবায়নের মাধ্যমে সেবা প্রদান।

লাইসেন্স প্রদান:উদ্যোক্তা নির্বারিত ফি ৫০০০/- জমাপ্রদান করতঃ প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা প্রশাসক বরাবরে আবেদনকরলে ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৩ ধারা মতে বর্ণিত কমিটি তদমত্মক্রমে প্রতিবেদন দাখিল করেন।

 

লাইসেন্স নবায়ন :উদ্যোক্তা নির্বারীত উৎস কর ৪৫,০০/- ও নবায়ন ফি ৫০০০/- জমা প্রদান করে জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আবেদন করলে জেলা প্রশাসক মহোদয় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ২০/১০/২০০২ তারিখের ৯১২ নং পরিপত্রের ৪ নং অনুচ্ছেদের নির্দেশমতে পরিবেশ ছাড়পত্র প্রদানের পর লাইসেন্স নবায়ন করেন। উক্ত লাইসেন্স এর মেয়াদ ১ বছর পর্যন্ত বহাল থাকে।

১) নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আবেদন প্রাপ্তির ০৭ দিনের মধ্যে তদন্ত কমিটির নিকট প্রেরণ ।

২) তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির ০৭ দিনের মধ্যে লাইসেন্স প্রদান।

৩) দাখিলকৃত প্রয়োজনীয় কাগজাদির সত্যতা যাচাইয়ের পর ৭ থেকে ১০ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করা হয়।

প্রাপ্ত আবেদনে ও দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ কিংবা ভূল ক্রটি থাকিলে আবেদনকারীকে সংশোধনের সুযোগ প্রদান।

১৫

হজ্ব সংক্রান্ত সেবা প্রদান

নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে হজ্জ আবেদন ফরম পূরণ করে ব্যাংক ড্রাফট,ছবি.নিজ ঠিকানা সম্বলিত খাম ও ডাকটিকেট সহ হজ্বের আবেদন ফরম ও আমত্মর্জাতিক পাসপোর্ট এ অফিসের প্রদান করতে হয় ।

নির্ধারীত তারিখের মধ্যে হজ্জ অফিস ঢাকায় প্রেরণ করা হয় এবং হ্জ্জ যাত্রীদের তালিকা পুলিশ সুপার জেলা বিশেষ শাখা ও সিভিল সার্জন সিলেট বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গহেণের জন্য প্রেরণ করা হয়।

-------------------------------

১৬

পত্রিকা ডিক্লারেশন প্রদানের মাধ্যমে সেবা প্রদান প্রদান ও নবায়নের মাধ্যমে সেবা প্রদান।

ডিক্লারেশন প্রদান: উদ্যোক্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে, আবেদনপত্র উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা অথবা পুলিশ সুপার জেলা বিশেষ শাখার প্রতিবেদন এবং চলচ্চিত্র অধিদপ্তর ঢাকা হতে প্রাপ্ত ছাড়পত্রের আলোকে ডিক্লারেশন প্রদান করা হয়।

আবেদন প্রাপ্তির ১-৩ মাসের মধ্যে।

প্রাপ্ত আবেদনে ও দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ কিংবা ভূল ক্রটি থাকিলে আবেদনকারীকে সংশোধনের সুযোগ প্রদান।

১৭

প্রেস ডিক্লারেশন/ প্রেসের অনুমতি প্রদানের মাধ্যমে সেবা প্রদান ।

প্রেসের ডিক্লারেশন প্রদান: উদ্যোক্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে, আবেদনপত্র উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা অথবা পুলিশ সুপার জেলা বিশেষ শাখা হতে প্রতিবেদনের আলোকে প্রেসের অনুমতি প্রদান করা হয়।

আবেদন প্রাপ্তির ১-২ মাসের মধ্যে।

প্রাপ্ত আবেদনে ও দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ কিংবা ভূল ক্রটি থাকিলে আবেদনকারীকে সংশোধনের সুযোগ প্রদান।

১৮

সিনেমা হল

লাইসেন্স প্রদান: উদ্যোক্তা নির্বারিত ফি ২০০/- জমাপ্রদান করতঃ প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা প্রশাসক বরাবরে আবেদন দাখিল করলে তদন্ত প্রতিবেদন গ্রহন স্বাপেক্ষে  সিনেমাটোগ্রাফী আইন-১৯৪৮ এর আলোকে লাইন্সে প্রদান করা হয়।

নির্দিষ্ট কোন সয়মসীমা নাই।

প্রাপ্ত আবেদনে ও দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ কিংবা ভূল ক্রটি থাকিলে আবেদনকারীকে সংশোধনের সুযোগ প্রদান।


Current Project

0


Duties

 

০১.ইটভাটা লাইসেন্স প্রদান ও নবায়নের মাধ্যমে সেবা প্রদান।

০২.হজ্ব সংক্রান্ত সেবা প্রদান।

০৩.পত্রিকা ডিক্লারেশন প্রদানের মাধ্যমে সেবা প্রদান প্রদান ও নবায়নের মাধ্যমে সেবা প্রদান।

০৪.প্রেস ডিক্লারেশন/ প্রেসের অনুমতি প্রদানের মাধ্যমে সেবা প্রদান ।

০৫.সিনেমা হল এর লাইসেন্স সংক্রান্ত।


Contact
 সাধারণ শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়ের ১নং ভবনের ৩য় তলার ৩০৪ নং কক্ষ।
Acting Officer