Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
J.M. Section
Details

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর ১নং ভবনের ৩য় তলার ৩০৯ নং কক্ষ


Citizen Service

জে. এম. শাখা

নাগরিক সেবা 

নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যত্যয় হলে প্রতিকারের বিধান

০১

আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান।

আবেদন প্রাপ্তির পর পরীক্ষান্তে তদন্তের  জন্য প্রেরণ এবং অনুকূল তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর লাইসেন্স প্রদান।

আবেদন/ প্রতিবেদন প্রাপ্তির ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে নথিতে উপস্থাপন।

নির্দিষ্ট সেবা প্রদানে কোনরুপ ব্যত্যয় হলে প্রতিকারের জন্য সহকারী কমিশনার এর সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান।

০২

হাজতী/ কয়েদীদের সাথে সাক্ষাত প্রার্থীদের আবেদন।

আবেদন প্রাপ্তির পর জেলকোড অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র জেল সুপার, সিলেট বরাবরে প্রেরণ।

আবেদন প্রাপ্তির ০২(দুই) কর্ম দিবসের মধ্যে।

০৩

সরকারী কৌশুলীর বিল সংক্রান্ত কার্যাদি

মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তির পর এবং বিল দাখিলের পর যাচাইকল্পে বিল তৈরী পূর্বক বিভাগীয় হিসাব রক্ষণ কার্যালয়ে প্রেরণ।

বিল দাখিলের পর যাচাইক্রমে ১০ (দশ) কর্ম দিবসের মধ্যে নথিতে উপস্থাপন।

০৪

এসিড লাইসেন্স প্রদান।

আবেদন প্রাপ্তির পর তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। অনুকূল তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর লাইসেন্স ইস্যু করা হয়।

প্রতিবেদন প্রাপ্তির

৭ (সাত) কর্ম দিবসের মধ্যে নথিতে উপস্থাপন।

০৫

বৈবাহিক সনদ প্রদান।

আবেদন প্রাপ্তির পর তদন্তের জন্য প্রেরণ করা হয়। অনুকূল তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর সার্টিফিকেটইস্যু করা হয়।

প্রতিবেদন প্রাপ্তির

৩ (তিন) কর্ম দিবসের মধ্যে।

০৬

উর্দ্ধতন আদালত কর্তৃক আরোপিত জরিমানা আদায় সংক্রান্ত ।

যে কোন সাজা ও জরিমানা প্রাপ্ত আসামী তাহার সাজার মেয়াদ শেষ হওয়ার পর জরিমানার টাকা নিদিষ্ট সরকারী খাতে জমা পূর্বক আবেদন করলে সাথে সাথে জরিমানার ঢাকা আদায় করা হয়েছে মর্মে বিজ্ঞ আদালত/ জেল সুপার, সিলেটকে জানানো হয়।

আবেদন প্রাপ্তির ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে।

০৭

বিনা ময়না তদন্তের লাশ দাফন সংক্রান্ত।

র্দূঘটনা সংক্রামত্ম কারণে কোন ব্যক্তি মারা গেলে এবং তাহার নিকট আত্মীয় বিনা ময়না তদন্তের লাশ দাফনের আবেদন করলে সাথে সাথে পুলিশ এর মতামত প্রদানের জন্য প্রেরণ করা হয় এবং প্রতিবেদন পাওয়ার সাথে সাথে অনুমতি প্রদান করা হয়।

আবেদন প্রাপ্তির সাথে সাথে

০৮

কবর থেকে লাশ উত্তোলন সংক্রান্ত।

পুলিশ কর্তৃক আবেদন প্রাপ্তির সাথে সাথে উপস্থাপন করা হয় এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ করত: নিষ্পত্তি করা হয়।

আবেদন প্রাপ্তির সাথে সাথে

০৯

কেন্দ্রীয় কারাগার সংক্রান্ত কার্যাবলী

কেন্দ্রীয় কারাগার থেকে প্রাপ্ত বিভিন্ন পত্র, প্রতিবেদন ইত্যাদি গুরুত্ব অনুসারে উপস্থাপন করা হয়।

পত্র বিশেষে সাথে সাথে কার্যক্রম গ্রহণ করা হয়।

১০

ভ্রাম্যমান আদালত সংক্রান্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং বিল পরিশোধ সংক্রান্ত কার্যাবলী।

জনগনের দূর্ভোগ লাঘবের জন্য প্রতি মাসে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য নিয়মিত সিডিউল তৈরী করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। সম্মানী ভাতা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে পরিশোধের পদক্ষেপ  গ্রহণ করা হয়।

প্রতি মাসের শেষের দিকে পরবর্তী মাসের সিডিউল তৈরী করা হয়।

১১

লাশ পরিবহন সংক্রান্ত বিল পরিশোধ।

বিভিন্ন থানা থেকে প্রাপ্ত লাশ পরিবহন সংক্রান্ত  দাখিলকৃত বিল পরিশোধের জন্য যাচাই-বাচাই করে দ্রুততর সময়ের মধ্যে পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হয়।

বরাদ্দের স্বল্পতার জন্য অত্রাফিসে বিল দাখিলের তারিখের ক্রম অনুযায়ী বিল পরিশোধ করার জন্য নথিতে উপস্থাপন করা হয়।

 

১২

থানা বিভক্তি করণ/পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন সংক্রান্ত  কার্যাবলী।

পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য প্রাপ্ত পুলিশের সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিআইজি, সিলেট বরাবর প্রেরণ করা হয়।

পত্র প্রাপ্তির ০৩(তিন) কার্য দিবসের মধ্যে নথিতে উপস্থাপন করা হয়।

 

১৩

সন্ত্রাস বিরোধী আইনে তদন্ত কার্যক্রমের অনুমতি প্রদান।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ধৃত সদস্যদের বিরম্নদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে তদমেত্মর জন্য পুলিশ আবেদন করলে তদমেত্মর অনুমতি প্রদান করা হয়।

অত্র শাখায় পত্র প্রাপ্তির সাথে সাথে নথিতে উপস্থাপন করা হয়।

 

১৪

নোটারী পাবলিক নিয়োগ সংক্রান্ত কার্যক্রম ।

কোন বিজ্ঞ কৌশুলী নোটারী পাবলিকের জন্য আবেদন করলে তা বিধিমতে বিভিন্ন সংস্থার নিকট প্রতিবেদন দাখিলের জন্য প্রেরণ করা হয়।

প্রতিবেদন প্রাপ্তির ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

 

১৫

ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত কার্যক্রম।

আইন-শৃঙ্খলা রক্ষায়, উচ্ছেদ কার্যক্রম পরিচালনায়, বিভিন্ন পরীক্ষা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।

অত্র শাখায় পত্র প্রাপ্তির সাথে সাথে তা নথিতে উপস্থাপন করে ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

১৬

মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক ফৌজদারী মামলা সংক্রান্ত কার্যক্রম।

মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে প্রাপ্ত বিভিন্ন নোটিশ, রায়ের অনুলিপি ও আদেশের অনুলিপি প্রযোজ্য পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

অত্র শাখায় প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

আগ্নেয়াস্ত্র লাইসেন্সের জন্য আবেদনের নিয়মাবলীঃ

ক) নতুন আবেদনকারীদের ক্ষেত্রেঃ

(১)নির্ধারিত ফরমে আবেদন ।

(২)সত্যায়িত ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

(৩)নাগরিকত্ব সনদ ।

(৪)বয়স প্রমাণের সনদ ।

(৫) আয়কর প্রদান সংক্রান্ত সনদ।

খ। পিতার বার্ধক্যজনিত কারণেউত্তরাধিকার হিসেবে আবেদনকারীদের ক্ষেত্রেঃ

(১)নির্ধারিত ফরমে আবেদন ।

(২)সত্যায়িত ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

(৩)নাগরিকত্ব সনদ ।

(৪)বয়স প্রমাণের সনদ ।

(৫)কর/আয়কর প্রদানের হালনাগাদ সনদ ।

(৬)পিতা প্রদত্ত নোটারাইজ্ড অনাপত্তিপত্র।

গ) পিতার মৃত্যুজনিত কারণে উত্তরাধিকার হিসেবে আবেদনকারীদের ক্ষেত্রেঃ

(১)নির্ধারিত ফরমে আবেদন ।

(২)সত্যায়িত ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

(৩)নাগরিকত্ব সনদ ।

(৪)বয়স প্রমাণের সনদ ।

(৫)পিতার মৃত্যু সনদ ।

(৬)উত্তরাধিকার সনদ ।

(৭)কর/আয়কর প্রদানের হালনাগাদ সনদ ।

(৮)অন্যান্য উত্তরাধিকারগণ প্রদত্ত নোটারাইজ্ড অনাপত্তিপত্র

ঘ) আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেঃ

(১)নির্ধারিত ফরমে আবেদন ।

(২)শাখা খোলার অনুমতিপত্র।

(৩)আয়কর প্রদান সংক্রান্ত সনদ ।

(৪)ব্যাংকের জনবলের বিবরণ ।

(৫)গার্ডের জীবন বৃত্তান্ত ।

(৬)গার্ডের অস্ত্র পরিচালনার সনদপত্র ।

(৭)গাডের পুলির্শভেরিফিকেশন।

(৮)বর্তমানে কিভাবে শাখার নিরাপত্তা রক্ষা হচ্ছে তার বিবরণ ।

      (৯) বাড়ীভাড়ার চুক্তিপত্র ।

 

ক) এসিড লাইসেন্স প্রদান এর ক্ষেত্রেঃ

(১) সাদা কাগজে আবেদন ।

(২) সত্যায়িত ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

(৩) ট্রেড লাইসেন্স/ব্যবসা সংক্রান্ত অনুমতিপত্র।

(৪) আয়কর প্রত্যয়ন পত্র।

(৫) আয়কর জমার রশিদ।

(৬) ব্যবসা প্রতিষ্টান এর ভাড়া/মালিকানা সংক্রান্ত দলিল/চুক্তিপত্র।

(৭) পরিবহন যানের নকশা, ফিটনেস সা©র্টফিকেট, ব­ু-বুক ও ইন্সুরেন্স সংক্রামত্ম সত্যায়িত কপি ।

 

এসিড লাইসেন্সের জন্য আবেদনের নিয়মাবলীঃ

 

 

 (১০)বয়স প্রমাণের সনদ ।

(১১)কর/আয়কর প্রদানের হালনাগাদ সনদ ।

পিতা প্রদত্ত নোটারাইজ্ড অনাপত্তিপত্র

লাইসেন্স ইস্যু ফিঃ

১। এসিড আমদানীঃ ১,০০,০০০/-টাকা।

 (খ) অন্যান্য ৫,০০০/-টাকা।

(গ) সাধারণ ব্যবহার ১০ লিটারের উর্ধ্বে ৭,০০০/-টাকা।

বৈবাহিক সনদ ইস্যু সংক্রামত্ম তথ্যাদি

·আবেদন পত্রের সাথে নিমেণাক্ত কাগজপত্র দাখিল করতে হবে।

(১) ম্যাজিস্ট্রেট/নোটারী পাবলিক এর নিকট সম্পাদিত বৈবাহিক অবস্থা সর্ম্পকিত এফিডেভিট।

(২) সনদ পত্র ফি বাবদ ৫০০/- টাকা ব্যাংকের চালান মাধ্যমে ১-২২০১-০০০১-২৬৮১ নং খাতে জমা সংক্রামত্ম চালানের মূলকপি।

(৩) চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।

(৪) আবেদনকারীর পাসপোর্ট সাইজের এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

ঘ) আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেঃ

(১) নির্ধারিত ফরমে আবেদন ।

(২) শাখা খোলার অনুমতিপত্র।

(৩) আয়কর প্রদান সংক্রান্ত সনদ ।

(৪) ব্যাংকের জনবলের বিবরণ ।

(৫) গার্ডের জীবন বৃত্তান্ত ।

(৬) গার্ডের অস্ত্র পরিচালনার সনদপত্র ।

(৭) গাডের পুলিশ ভেরিফিকেশন।

(৮) বর্তমানে কিভাবে শাখার নিরাপত্তা রক্ষা হচ্ছে তার বিবরণ ।

(৯) বাড়ীভাড়ার চুক্তিপত্র ।


Current Project

0


Duties

০১। আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান সংক্রান্ত ।

 

০২। হাজতী/ কয়েদীদের সাথে সাক্ষাত প্রার্থীদের আবেদন।

 

০৩। সরকারী কৌশুলীর বিল সংক্রান্ত কার্যাদি।

 

০৪। এসিড লাইসেন্স প্রদান।

 

০৫। বৈবাহিক সনদ প্রদান।

 

০৬। উর্দ্ধতন আদালত কর্তৃক আরোপিত জরিমানা আদায় সংক্রান্ত ।

 

০৭। বিনা ময়না তদন্তের লাশ দাফন সংক্রান্ত।

 

০৮। কবর থেকে লাশ উত্তোলন সংক্রান্ত।

 

০৯। কেন্দ্রীয় কারাগার সংক্রান্ত কার্যাবলী।

 

১০। ভ্রাম্যমান আদালত সংক্রান্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং বিল পরিশোধ সংক্রান্ত কার্যাবলী।

 

১১। লাশ পরিবহন সংক্রান্ত বিল পরিশোধ।

 

১২। থানা বিভক্তি করণ/পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন সংক্রান্ত  কার্যাবলী।

 

১৩। সন্ত্রাস বিরোধী আইনে তদন্ত কার্যক্রমের অনুমতি প্রদান।

 

১৪। নোটারী পাবলিক নিয়োগ সংক্রান্ত কার্যক্রম ।

 

১৫। ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত কার্যক্রম।

 

১৬। মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক ফৌজদারী মামলা সংক্রান্ত কার্যক্রম।


Contact
জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর ১নং ভবনের ৩য় তলার ৩০৯ নং কক্ষ
Acting Officer