Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Land Acquisition Section, Sylhet
Details

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর ৩নং ভবনের ৪র্থ তলার ৪১০ নং কক্ষ


Citizen Service

নাগরিক সেবা

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময় সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হতে প্রতিকারে বিধান

০১

০২

০৩

০৪

০৫

০১

ভূমি হুকুম দখল সংক্রান্ত

প্রত্যাশী সংস্থার নিকট হতে এল,এ ম্যানুয়েল এর বিধানমতে সংশ্লিষ্ট সকল কাগজাদি সঠিক ভাবে প্রাপ্ত হলে প্রস্থাবিত ভূমি এল ম্যানুয়াল এর সকল বিধান অনুসরন পূর্বক অধিগ্রহণ করে প্রত্যাশী সংস্থার নিকট দখল হস্তান্তর করা হবে।

স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দকল অধ্যাদেশ ১৯৮২ এবং স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়াল ১৯৯৭ এর নির্ধারিত সময়সীমার মধ্যে।

প্রস্তাবে কোন ভূল ক্রটি থাকলে তা সংশোধনের জন্য প্রত্যাশী সংস্থার সহিত যোগাযোগ ক্রমে পূর্নাঙ্গ ও সঠিক প্রস্তাব প্রাপ্তি সাপেক্ষে অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

০২

হুকুম দখলকৃত ভুমির ক্ষতিপূরনের টাকা পরিশোধ প্রসঙ্গে।

আবেদনকারী যথা নিয়মে মালিকানা সংক্রান্ত সকল কাগজাদিসহ আবেদন করার পর তার আবেদন সঠিক পাওয়া গেলে নির্ধারিত ক্ষতিপূরনের টাকা পরিশোধ করা হবে।

৬০ (ষাঁট) দিন

কোন আপত্তি পাওয়া গেলে কিংবা স্বত্বের বিষয়ে কোন জটিলতার উদ্ভব হলে তা আইনানুগভাবে নিস্পত্তি হওয়ার পর ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হবে।

০৩

হুকুম দখলকৃত ভূমির সংবাদের তথ্য প্রদান প্রসঙ্গে।

আবেদনকারী বিধিমতে তথ্য পাওয়ার উপযোগী হলে তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট নথি জেলা রেকর্ডরুমে প্রেরন করা হবে।

১৫ (পনের) দিন

সেবা প্রদান না করার কারণ উল্লেখ  পূর্বক জেলা রেকর্ডরুমের মাধ্যমে আবেদনকারীকে জানানো হবে।


Current Project

0


Duties

 

 

০১

ভূমি হুকুম দখল সংক্রান্ত

০২

হুকুম দখলকৃত ভুমির ক্ষতিপূরনের টাকা পরিশোধ সংক্রান্ত

০৩

হুকুম দখলকৃত ভূমির সংবাদের তথ্য প্রদান সংক্রান্ত


Contact
জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর ৩নং ভবনের ৪র্থ তলার ৪১০ নং কক্ষ
Image
www.sylhet.gov.bd/dcoffice_section/894a2fb9_0758_11e7_a6c5_286ed488c766/las-1.JPG
Acting Officer