Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা রেকর্ড রুম, সিলেট
বিস্তারিত

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর ৩নং ভবনের ১ম তলায় ১০১ এ নং কক্ষ।


নাগরিক সেবা

নাগরিক সেবা

সেবার নাম

সেবা দানের পদ্ধতি

সেবা প্রদানের সময়

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের উপায়

ছাপা খতিয়ান

১। তৌজি, পাট্টা, সিএস খতিয়ান, থাক নকশা, দাগের চিটা, থাক সুজি, পৃথক হিস্যা মোকদ্দমা, নিস্পত্তিকৃত ভূমি হুকুম দখল মামলা

 

জরুরী আবদনের ক্ষেত্রে ৪০টাকা এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ২০ টাকারকোর্ট ফি দিয়ে আবেদন করতে হবে।

সরকারী বিধি মোতাবেক জরুরী আবেদনের ক্ষেত্রে ০৩(তিন)দিন এবং সাধারণআবেদনের ক্ষেত্রে ০৭(সাত) দিন এবং নথি দৃষ্টে যে সময় প্রয়োজন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ডরুম এর সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়াহয়।

২। বিভিন্ন উপজেলা হতে আগতনামজারী মামলা, পর্চা ও অন্যান্য মামলা

নথি প্রাপ্তি সাপেক্ষে দ্রুততম সময়ে সরবরাহ করা হয়

৩। বিভিন্ন শাখা হতে প্রাপ্ত বিবিধ মামলা, নামজারী আপীল, ভিপি মোকদ্দমা ওআমমোক্তার নামা

৪। বিভিন্ন নির্বাহী আদালত হতে প্রাপ্ত ফৌজদারী মামলা ও নিষ্পত্তিকৃত

৫। প্রিন্ট পচা

২০টাকা কোর্ট ফি দিয়ে দরখাস্ত করতে হবে।

প্রিন্ট পর্চা সাধারণত একদিনে সরবরাহ করা হয়।

৬। মৌজা ম্যাপ

২০টাকার কোর্ট ফি দিয়ে দরখাস্ত করতে হয়।

মৌজা ম্যাপসরবরাহের ক্ষেত্রে ৩০০.০০ টাকা সরকারী চালানের মাধ্যমে সোনালীঅথবাবাংলাদেশ ব্যাংকে জমা প্রদান করতে হয়। উক্ত টাকা জমার চালানে দাখিলের০৩(তিন)দিনের মধ্যে ম্যাপ সরবরাহ করা হয়।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

 

ছাপা খতিয়ান :-

১। তৌজি, পাট্টা, সিএস খতিয়ান, থাক নকশা, দাগের চিটা, থাক সুজি, পৃথক হিস্যা মোকদ্দমা, নিস্পত্তিকৃত ভূমি হুকুম দখল মামলা

 

২। বিভিন্ন উপজেলা হতে আগতনামজারী মামলা, পর্চা ও অন্যান্য মামলা

 

৩। বিভিন্ন শাখা হতে প্রাপ্ত বিবিধ মামলা, নামজারী আপীল, ভিপি মোকদ্দমা ওআমমোক্তার নামা

 

৪। বিভিন্ন নির্বাহী আদালত হতে প্রাপ্ত ফৌজদারী মামলা ও নিষ্পত্তিকৃত

 

৫। প্রিন্ট পচা

 

৬। মৌজা ম্যাপ


যোগাযোগ
জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর ৩নং ভবনের ১ম তলায় ১০১ এ নং কক্ষ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা