Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধূলা ও বিনোদন

 

 

সিলেট জেলা ক্রীড়া সংস্থা প্রতি বৎসর যে সকল খেলাধুলা স্থানীয়ভাবে আয়োজন করে থাকে সে সকল খেলাধুলার তালিকা:

সিলেট জেলা ক্রীড়া সংস্থা প্রতি বৎসর যে সকল খেলাধুলায় অংশগ্রহণ করে থাকেঃ

১ম বিভাগ ক্রিকেট লীগ

জাতীয় আন্তঃ জেলা ক্রিকেট চ্যাম্পিয়নশীপ

২য় বিভাগ ক্রিকেট লীগ

জাতীয় বয়সভিত্তিক/যুব ফুটবল চ্যাম্পিয়নশীপ

১ম বিভাগ ফুটবল লীগ

জাতীয় কাবাডি প্রতিযোগিতা

২য় বিভাগ ফুটবল লীগ

জাতীয় সাঁতার প্রতিযোগিতা

১ম বিভাগ ভলিবল লীগ

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ

২য় বিভাগ ভলিবল লীগ

জাতীয় দাবা প্রতিযোগিতা

হকি লীগ

জাতীয় কারাতে প্রতিযোগিতা

জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট

আন্তঃ জেলা ভলিবল প্রতিযোগিতা

বয়স ভিত্তিক ক্রিকেট টুর্ণামেন্ট

যুব হকি প্রতিযোগিতা

ডিএসএ কাপ দাবা প্রতিযোগিতা

বিভাগীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা

ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

বিভাগীয় সাঁতার প্রতিযোগিতা

প্রীতি ফুটবল টুর্ণামেন্ট

 

জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা

 

 

স্টেডিয়াম দুইটিঃ সিলেট জেলা স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়াম।

 

সিলেট জেলা স্টেডিয়ামের ধারণ ক্ষমতাঃ আনুমানিক ২৫,০০০(পঁচিশ হাজার ) আসন।

 

সিলেট জেলা স্টেডিয়ামের প্রতিষ্ঠাকালঃ আনুমানিক ১৯৬১ সাল।

 

খেলার মাঠ: এম সি কলেজ মাঠ, আলিয়া মাদ্রাসা মাঠ, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মাঠ।

 

খেলাধুলা সম্পকে আরো জানার জন্য যোগাযোগ করতে পারেনঃ    সিলেট জেলা ক্রীড়া সংস্থা

ফোনঃ ০৮২১-৭১৫৪০৯

এছাড়াও প্রতি বছর সুরমা নদীতে নৌকা  বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গ্রামে গ্রামে ষাড়ের লড়াই অত্যন্ত জনপ্রিয়।

 

 

বিনোদনের স্থান

সিরিয়াল নং

বিনোধনর্ধমী অনুষ্ঠান/স্থান

যোগাযোগের তথ্য

সম্ভাব্য সময়সূচী

সিনেমা হল:

মনিকা-০৮২১-৭১৭৪৮০

দিলশাদ, নন্দিতা-০৮২১-৮১১৪০১

লালকুঠি-০৮২১-৭১৪৩১১

বি ডি আর-০৮২১-৭২৩৩৩৯

সবগুলো সিলেটের কেন্দ্রস্থলে অবস্থিত

প্রতিদিন সকাল ১২.০০ হতে রাত ১২.০০ টা পর্যন্ত বিভিন্ন শো তে ছবি প্রদর্শন করা হয়।

মনিপূরী রাস উৎসব

মনিপূরী রাজবাড়ী, লামাবাজার , সিলেট।

কার্তিক মাসের রাস পূর্নিমায়।

শিল্প বানিজ্য মেলা

আখালিয়া বিডিআর ক্যাম্প মাঠ।

প্রতি বছর ২ থেকে ৩ বার অনুষ্টিত হয়।

ওসমানী শিশু পার্ক

বন্দরবাজার, সিলেট।

 

জেসটেট হলিডে রিসোর্ট(জাকারিয়া সিটি)

খাদিমনগর, সিলেট

০৮২১-২৮৭০৭৬০, ০১৭১২৬৩৯৫৫৫

 

৬।

নাজিমগড় রিসোর্ট

খাদিম নগর, সিলেট

 

৭।

ড্রিমল্যান্ড পার্ক

গোলাপগঞ্জ, সিলেট।

 

ওন্ডারল্যান্ড পার্ক

বিমানবন্দর এলাকা, সিলেট।