সিলেট অফিসার্স ক্লাব
অফিসার্স ক্লাব শুধুমাত্র অফিসারদের বিনোদনকেন্দ্রিক অবকাঠামো নয়। অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম বিভিন্ন সময় পরিচালিত হয়ে আসছে। সিলেট জেলার সকল কর্মকর্তারা তাঁদের অবসর সময়কে বিনোদনের পাশাপাশি জনগণের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে নিয়োজিত। পদাধিকার বলে সিলেটের জেলা প্রশাসক সিলেট অফিসার্স ক্লাবের সভাপতি।
ক্লাবের অবস্থান : সিলেট সার্কিট হাউজ প্রাঙ্গণের পূর্ব দিকে টেনিস কোর্ট ও টেনিস ক্লাব সংলগ্ন দোতলা ভবন। সিলেটের জেলা প্রশাসক হিসেবে জনাব মোঃ শহিদুল ইসলামের যোগদানের পর সিলেট অফিসার্স ক্লাবের কার্যক্রমে নতুন গতিসঞ্চার হয়েছে। অফিসার্স ক্লাবের অবকাঠামো ও সুযোগ-সুবিধার উন্নয়নে প্রভুত অগ্রগতি সাধিত হয়েছে। নতুনভাবে সিলেট অফিসার্স ক্লাবের কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব জনাব আবু আলম মোঃ শহিদ খান।
ক্লাবের উন্নয়ন কাজের মধ্যে রয়েছে একটি গভীর নলকূপ স্থাপন, ভবন সংস্কার, অফিস ও সভাকক্ষ স্থাপন, ক্লাবের উপযুক্ত পরিবেশ অবকাঠামোর ব্যবস্থা। পরিবেশ অবকাঠামোর মধ্যে রয়েছে এলসিডি টিভি, অভ্যমত্মরীন খেলাধূলা সামগ্রীর ব্যবস্থা ও অন্যান্য প্রাসঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ। বর্তমানে সরকারি কর্মকর্তাদের নিয়মিত সভা, মত বিনিময়সহ নানা কার্যক্রম চলছে। একটি ক্লাব হিসেবে সিলেট অফিসার্স ক্লাব তার হৃত গৌরব ফিরে পেয়েছে।
সিলেট অফিসার্স ক্লাবের কার্যক্রমের মধ্যে বিভিন্ন জাতীয় দিবস উদযাপনও রয়েছে। এধরণেরই একটি উদযাপন বিজয় দিবস ২০১২। বিজয় দিবস ২০১২ উপলক্ষে একটি অভ্যমত্মরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে জেলার সরকারি কর্মকর্তাগণ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খন্দকার আনোয়ারম্নল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিনোদনকে কেন্দ্র করে পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টিতে সিলেট অফিসার্স ক্লাব গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস