একনজরে সিলেট জেলা ই-সেবা কেন্দ্র এর কার্যক্রম | ||||||||||||||||||||||||
জেলা ই-সেবা বাস্তবায়নে উল্লেখযোগ্য পদক্ষেপসমুহ :
১। জেলা ই-সেবা কেন্দ্রের পরিচিতি তুলে ধরার জন্য মুল গেইট এ বড় খরণের সাইনবোর্ড নির্মান এবং জেলা ই-সেবা কেন্দ্রের সামনে ও ভিতরে জেলা ই-সেবা কেন্দ্রে প্রদত্ত সেবাসমুহ সাইনবোর্ড, ফেস্টুন, ব্যানারের মাধ্যমে দেয়ালে প্রদর্শণ।
২। ৩১ নোড বিশিষ্ট ল্যানকে ৭৫ নোডে উন্নীতকরণ।
৩। সহকারী প্রোগ্রামারদের মাধ্যমে সকল কর্মকর্তা/কর্মচারীকে শাখাওয়ারী/গ্রুপ ভিত্তিক প্রশিক্ষণ প্রদান।
৪। জেলা-ই-সেবা কেন্দ্র ও রেকর্ডরুমের কর্মচারীদের রোস্টার ডিউটি বন্টন করে ০৩ দিনের মধ্যে ই-সিষ্টেমের মাধ্যমে নকল প্রদান নিশ্চিতকরণ।
৫। সম্পূর্ণ ই-সিষ্টেমের মাধ্যমে পত্র/নথি ও পত্রজারী নিষ্পত্তিকরণ।
আবেদন সম্পর্কে জানতে অথবা সেবা পেতে কোন অসুবিধার সম্মুখীন হলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে -------- ০৮২১-৭১৬০৪১ অথবা 01717120672 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস