সিলেট মেট্রোপলিটন চেম্বার অব্ কমার্স ইন্ডাষ্ট্রিজ
হযরত শাহজালাল (রঃ) ও ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি, দুটি পাতা একটি কুঁড়ির দেশ আমাদের সিলেট। সিলেটের সকল প্রকার ব্যবসায়ী বন্ধুদের জন্য ব্যবসা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এসএমসিসিআই) ০৬ জানুয়ারি ২০১৩ খ্রিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রতিষ্ঠা লাভ করে। সহযোগী শব্দটির ব্যাখ্যা হলো- সব ধরনের ব্যবসায়ীদের সাথে প্রত্যক্ষও পরোক্ষভাবে সংযুক্ত সরকারী ও বেসরকারী সকল প্রতিষ্ঠানসমুহের সাথে ব্যবসায়ী মহলের যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির জন্য সেতু, ব্রীজ, ট্রান্সলেটর বা সমন্বয়ক হিসেবে কাজ করা।
চেম্বার অব কমার্সের অন্য নাম হলো বোর্ড অব ট্রেড যা এক ধরনের ব্যবসায়ীদের নেটওয়ার্ক। যে প্রতিষ্ঠান স্থানীয় ব্যবসায়ী কমিউনিটির পক্ষ ও সহযোগিতার মাধ্যমে তাদের এডভোকেট হিসেবে কাজ করে থাকে। পৃথিবীর প্রথম চেম্বার অব কমার্স গঠিত হয়েছিল ফ্রান্সের মার্সেইলী শহরে ১৫৯৯ সালে। বর্তমানে বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স সংগঠন ব্যবসায়ীদের সহযোগিতার লক্ষে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সিলেটে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এসএমসিসিআই) এর যাত্রা শুরম্ন করেছে।
প্রাকৃতিক গ্যাস, তেল, পাথর, চুনাপাথর, আর প্রকৃতির নয়নাভিরাম দৃশ্যের সিলেট হতে পারে ব্যবসায়ীদের কাক্ষিত গন্তব্য, সেই সাথে ভ্রমণ বিলাসী/পর্যটকদের স্বপ্নের শহর। সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল এপ্রিল ২০০১ সালে এবং সিলেট মেট্রোপলিটন সিটি হিসেবে ঘোষিত হয় মার্চ ২০০৯ সালে।
সিলেটে বিভিন্ন ব্যাংকের প্রায় ৫ শতাধিক শাখায় বিপুল পরিমান অলস অর্থ বিনিয়োগের অপার সম্ভাবনার অপেক্ষায় আছে। বর্তমানে সিলেটে ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হচ্ছে। ডিএফআইডি ও ইউরোপিয়ান ইউনিয়ন এর একটি সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন অনুযায়ী ফুড প্রসেসিং, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, গস্নাস এন্ড সিরামিক, পস্নাস্টিক, টয়লেট্রিজ, ফার্মাসিউটিক্যালস, প্যাকেজিং, টেক্সটাইলস্, সুজ, লেদার, গার্মেন্টসসহ ইত্যাদি পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা সিলেটে বিদ্যমান রয়েছে।
বিশ্বায়নের যুগে অপার সুযোগ আর সম্ভাবনাকে কাজে লাগানোর মাধ্যমে সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংশিস্নষ্ট বিষয়ে সবাইকে নিয়ে কাজ করার মাধ্যমে সিলেট তথা বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ণে অবদান রাখার জন্যই সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এসএমসিসিআই) এর আত্মপ্রকাশ।
পরিচালনা পর্ষদ
ক্রমিক নং |
নাম |
পদবী |
০১ |
ড. তৌফিক রহমান চৌধুরী |
সভাপতি |
০২ |
হাসিন আহমদ |
১ম সহ-সভাপতি |
০৩ |
আফজাল রশিদ চৌধুরী |
সহ-সভাপতি |
০৪ |
নাজিম কামরান চৌধুরী |
পরিচালক |
০৫ |
মোঃ মাহমুদ বক্স রাজন |
পরিচালক |
০৬ |
মাওলানা খায়রম্নল হোসেন |
পরিচালক |
০৭ |
আব্দুল জববার জলিল |
পরিচালক |
০৮ |
শফিউল আলম চৌধুরী |
কোষাধ্যক্ষ |
০৯ |
দিদার আহমদ শাহীন |
পরিচালক |
১০ |
তাহমিন আহমদ |
পরিচালক |
১১ |
মোঃ হুরায়রা ইফতার হোসেইন |
পরিচালক |
১২ |
কাজী মকবুল হোসেন |
পরিচালক |
১৩ |
খলিলুর রহমান (মাছুম) |
পরিচালক |
১৪ |
মোহাম্মদ কফিলুর রহমান |
পরিচালক |
১৫ |
সুমায়েত নূরী চৌধুরী |
পরিচালক |
১৬ |
অনুপ কুমার দেব |
পরিচালক |
১৭ |
রেজাউল হাসান জাকারিয়া |
পরিচালক |
১৮ |
জিয়াউল গণি আরিফিন |
পরিচালক |
১৯ |
মোঃ মুনতাসির আলী |
পরিচালক |
২০ |
মোয়াম্মীর হোসেইন চৌধুরী |
পরিচালক |
২১ |
মোঃ মতিউল বারী মুহিত |
পরিচালক |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস