Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সার্কিট হাউস
বিস্তারিত

সিলেট সার্কিট হাউস


সর্বপ্রথম ১৯৫৪ সালে সার্কিট হাউস কটেজ নির্মাণ করা হয় । পরবর্তীতে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব এম সাইফুর রহমান ২৪ জানুয়ারি ২০০৫ খ্রিঃ ( ১১ মাঘ ১৪০৯ বঙ্গাব্দ ) ভি ভি আই পি সার্কিট হাউসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ৩ সেপ্টেম্বর ২০০৮খ্রিঃ ( ১৯ ভাদ্র ১৪১২ বঙ্গাব্দ) তারিখে ভি ভি আই পি সার্কিট হাউজ এর শুভ উদ্বোধন করেন । সিলেট শহরের মাঝ দিয়ে প্রবাহিত সুরমা নদীর উত্তর তীরে, বিখ্যাত ক্বীন ব্রীজের ডান পার্শ্বে সুন্দর ও মনোরম পরিবেশে ১.৮৭ একর জায়গার উপর ২ টি সুরম্য ভবন নিয়ে সিলেট সার্কিট হাউজ অবস্থিত ।

নতুন ভবনঃ ভি ভি আই পি সার্কিট হাউজ ভবন

মোট কক্ষ সংখ্যাঃ ১৩ টি ।

(ক) ভি ভি আই পি স্যুট- ০৩ টি ( এ সি)

১। ভি ভি আই পি স্যুট কক্ষ নং- ২০১, ৩০১, ৩০২

(খ) ভি ভি আই পি এসোসিয়েট কক্ষ - ০১ টি ( এ সি) কক্ষ নং- ২০৪

(গ) ভি ভি আই পি ডাইনিং রুম -০১ টি ( এ সি) কক্ষ নং- ২০৩

(ঘ) ভি আই পি কক্ষ - ০৮ টি ( এ সি) ডাবল বেড-৩ টি, সিঙ্গেল বেড- ৫ টি ।

১। ভি আই পি কক্ষ নং- ২০৫, ২০৬, ২০৭ , ২০৮

২। ভি আই পি কক্ষ নং- ৩০৫, ৩০৬, ৩০৭, ৩০৮

(ঙ) কেন্দ্রীয় কনফারেন্স রুম - ০১ টি ( এ সি) ধারণ ক্ষমতাঃ সর্বোচ্চ ৯০ জন ।

(চ) মিনি কনফারেন্স রুম - ০২ টি ( এ সি) প্রতিটির ধারণ ক্ষমতাঃ ২০ জন ।

(ছ) কেন্দ্রীয় ডাইনিং রুম - ০১ টি ( এ সি) ।

· প্রতিটি কক্ষে টি ভি দেখার সুবিধা রয়েছে ।

· উন্নত মানের ব্যাক-আপ জেনারেটর সুবিধা রয়েছে ।

· কম্পিউটার সুবিধা নেই ।

· ইন্টারনেট কানেকশন নেই ।

· ইনডোর আউটডোর সুবিধা নেই তবে ফুট ওয়াক করার মত সুবিধা রয়েছে ।

পুরাতন ভবনঃ

মোট কক্ষ সংখ্যা -১৯ টি

(ক) ভি আই পি কক্ষ - ০৪ টি ( এ সি )। ডাবল বেড-০২ টি, সিঙ্গেল বেড- ০২ টি। নাম-সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন ।

(খ) ষ্টোর রুম-০১ টি ।

(গ) ডাবল বেড নন এ সি- ১৪ টি ।