প্রতিষ্ঠানটি ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন অন্তভূক্ত মানিককোনা গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানটি ১৩০ শতাংশ অখন্ড ভূমির উপর একটি দোতলা, একটি আধাপাকা ভবনের সম্বনয়ে গঠিত। ব্যানবেইস ইন নাম্বারঃ ১০৫৬২২।
গ্রামের সকলের প্রচেষ্টায় অত্র এলাকায় শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে উক্ত বিদ্যালয়টি ৩০/০৯/১৯৯৪ ইং সালে প্রতিষ্ঠা লাভ করে। ০১/০১/১৯৯৫ ইং সালে শিক্ষাবোর্ড কর্তৃক অনুমতি লাভ করে এবং ০১/০১/১৯৯৫ তারিখে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। ০১/০৬/২০০২ ইং সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্রী সংখ্যা |
০১ | ষষ্ঠ | ১১৮ |
০২ | সপ্তম | ৯২ |
০৩ | অষ্টম | ১১৫ |
০৪ | নবম | ৫৬ |
০৫ | দশম | ৫৮ |
মোট | ৪৩৯জন |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | শিরিন সুলতানা | সভাপতি |
০২ | মোঃ খলিলুর রহমান | বিদ্যোৎসাহী |
০৩ | মোঃ সিরাজুল ইসলাম | অভিভাবক সদস্য |
০৪ | মোঃ শফিকুল ইসলাম | অভিভাবক সদস্য |
০৫ | মোঃ আলী আক্কাস | অভিভাবক সদস্য |
০৬ | মোঃ আবুল কাশেম | অভিভাবক সদস্য |
০৭ | মোহনা বেগম | অভিভাবক সদস্য (মহিলা) |
০৮ | আলী আহাম্মদ | শিক্ষক প্রতিনিধি |
০৯ | মোহাম্মদ নাজমূল হক ভূঁইয়া | শিক্ষক প্রতিনিধি |
১০ | সালমা আক্তার | শিক্ষক প্রতিনিধি (মহিলা) |
১১ | মোঃ মজিবুর রহমান | প্রধান শিক্ষক/ সম্পাদক |
শ্রেণী | সন ২০০৭ | সন ২০০৮ | সন ২০০৯ | সন ২০১০ | সন ২০১১ |
অষ্টম | ---- | ---- | ---- | ৬৫% | ---- |
এস.এস.সি | ৪৫% | ৩৬% | ৪২% | ৮৬% | ৬৯% |
২০০৭ ইং সনে জুনিয়র বৃত্তি লাভ করে ০১ (এক) জন এবং ২০০৯ ইং সনে জুনিয়র বৃত্তি লাভ করে ০১ (এক) জন।
২০০৭ ইং সনে জুনিয়র বৃত্তি লাভ করে ০১ (এক) জন এবং ২০০৯ ইং সনে জুনিয়র বৃত্তি লাভ করে ০১ (এক) জন।
ছাত্রী নিবাস ও ভাল ফলাফল অর্জনের জন্য সথাসম্ভ চেষ্টা করা।
মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ
ডাকঘরঃ মানিককোনা, উপজেলাঃ ফেঞ্চুগহ্জ, জেলাঃ সিলেট ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস