১৯৭১ সালে আমাদের এই বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়টি একতলা বিশিষ্ট ভবন। ইহার ৩ টি শ্রেনী কক্ষ ও একটি অফিস কক্ষ আছে। বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর আছে। খেলার মাঠ, ১টি টিউবওয়েল ও ২ টি টয়লেট আছে। বিদ্যালয়টি দেখতে খুবই মনোরম।
আমাদের এই বিদ্যালয়টির ইতিহাস অনেক ব্যাপক স্থানীয় জনগণ কর্তৃক অনেক ত্যাগ কষ্ট স্বীকার করে এই ভবনটির উদ্দ্যেগ নেন। তাই এলাকার গন্যমান্য লোকজনের অক্রান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয়টি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্টতা প্রধান শিক্ষ ছিলেন জনাব আজির উদ্দিন মাষ্টার সাহেব। অত্র বিদ্যালয়ের ৩০শতক ভূমি দান করেন বাগলা সোনা পাড়া গ্রাম নিবাসী হাজী মর্তুজ আলী সাহেব।
শ্রেনী | বালক | বালিকা | মোট |
প্রাক-প্রাথমিক | ০৮ | ১০ | ১৮ |
১ম | ২৯ | ২৬ | ৫৫ |
২য় | ৩৩ | ২৮ | ৬১ |
৩য় | ৩৬ | ৩১ | ৬৭ |
৪র্থ | ৩৬ | ৩৩ | ৬৯ |
৫ম | ০৭ | ২৫ | ৩২ |
মোট | ১৪৯ | ১৫৩ | ৩০২ |
ক্রমিক নং | নাম | পদবী |
১ | মোঃ রহিম উদ্দিন | সভাপতি |
২ | রেবীন বেগম | সহঃ সভাপতি |
৩ | আব্দুর রব | (প্রঃ শিঃ)সদস্য সচিব |
৪ | মোছাঃ ছাবিনা ইয়াছমিন | শিক্ষক প্রতিনিধি |
৫ | মৌঃ মোঃ এনামুল হক | অভিভাবক সদস্য |
৬ | মোঃ হারুনুর রশীদ | জমি দাতা সদস্য |
৭ | শামছুল ইসলাম | শিক্ষানুরাগী সদস্য |
৮ | আয়শা সিদ্দিকা | শিক্ষানুরাগী মহিলা সদস্য |
৯ | আফিয়া বেগম | মেধাবী অভিভাবক সদস্য |
১০ | শেলীনা বেগম | উচ্চবিদ্যালয় শিক্ষক প্রতিনিধি |
১১ | নেহারুন নেছা | মহিলা অভিভাবক সদস্য |
১২ | আং হক কুদ্দুছ | ইউ/পি সদস্য |
বিগত ৫ বছরের সমাপনী পরীক্ষায় ১০০% ফলাফল।
মোঃ ময়েজ উদ্দিন ১৯৮৯ সালে টেলেন্টপুল বৃত্তি পেয়েছে।
২০১১ সালে বঙ্গবন্ধু প্রাঃ বিদ্যালয় ফুটবল টুর্ণমেন্ট ইউনিয়ন পর্যায় ২য় পুরস্কার পান।
আব্দুর রব (প্রধান শিক্ষক)
বাগলা দক্ষিন পাড়া প্রাথমিক বিদ্যালয়
গোলাপগঞ্জ, সিলেট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস