সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়নে ৪নং ওয়ার্ডে রায়বাসী গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি আধা পাকা দালান দ্বারা নির্মিত। বিদ্যালয় ০২ শিফটে পরিচালিত হয়। বিদ্যালয়ের পদ সংখ্যা ০৩। প্রধান শিক্ষক কর্মরত এবং সহকারী শিক্ষককের পদ ২টি শূন্য।
এই বিদ্যালয়টি গ্রাম্য মুরববীয়ানগনের উদ্যোগে ১৯৪১ সালে ০৮ শতক জায়গার উপর বাঁশের খুটি ও খড়ের চাল দিয়ে নির্মিত হয়েছিল। ১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারী করন হয়। এই বিদ্যালয়ে লেখাপড়া করে অনেক ছাত্র জাতীয় পর্যায়ে অবদান রাখছেন। উলেস্নখ্য যে বর্তমান প্রধান শিক্ষক মহোদয় উক্ত বিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন। বর্তমান প্রধান শিক্ষক মহোদয়ের পিতা- মরহুম মোঃ আকদ্দছ আলী উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং তাহার পিতামহ মুন্সী জহির আলী উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন। উক্ত বিদ্যালয়ে জমি দাতা মরহুম মোঃ আববাছ আলী বর্তমান প্রধান শিক্ষক মহোদয়ের পিতামহের চাচাতো ভাই।
শিশু শ্রেণী - ০৮ জন
১ম শ্রেণী - ২২ জন
২য় শ্রেণী - ২৭ জন
৩য় শ্রেণী - ৩৪ জন
৪র্থ শ্রেণী - ১৯ জন
৫ম শ্রেণী - ১২ জন
ক্রঃনং | নাম | ঠিকানা | ক্যাটাগরী | পদবী |
০১ | মোঃ ফখরম্নল ইসলাম | গ্রামঃ রায়বাসী, ডাক- মাথিউরা বাজার, উপজেলা - বিয়ানীবাজার, জেলা- সিলেট। | বিদ্যুৎসাহী | সভাপতি |
০২ | মোঃ আব্দুল কুদ্দুস কুনু | ঐ | ইউপি সদস্য | সহ সভাপতি |
০৩ | নূরম্নজ্জামান আহমদ | ঐ | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
০৪ | রম্নসনা বেগম | ঐ | বিদ্যুৎসাহী | সদস্য |
০৫ | নেহারম্নন নেছা | ঐ | জমি দাতা | দাতা সদস্য |
০৬ | দিলারা বেগম | ঐ | মেধাবী ছাত্র অভিবাবক | সদস্য |
০৭ | জাকিয়া বেগম | ঐ | মহিলা অভিবাবক | সদস্য |
০৮ | সুহেলী বেগম | ঐ | মহিলা অভিবাবক | সদস্য |
০৯ | সুহেল আহমদ | ঐ | পুরম্নষ অভিবাবক | সদস্য |
১০ | জয়নুল হক | ঐ | ঐ | সদস্য |
১১ | সাহিদা বেগম | গ্রাম - ছোটদেশ, ডাক ও উপজেলাঃ বিয়ানীবাজার। | সহকারী শিক্ষিকা | শিক্ষক প্রতিনিধি |
১২ | মুসত্মাবুর রহমান | গ্রাম:উত্তর বড় ডহর,ডাক- সাগরনাল, উপঃ জুরি,জেলাঃ মৌঃ বাজার | মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি | সদস্য |
ক্রঃ নং | সন | মোট ছাত্র/ছাত্রী | কৃতকার্য | অকৃতকার্য |
০১ | ২০০৭ | ১৮ | ১৫ | ০৩ |
০২ | ২০০৮ | ১৫ | ১৪ | ০১ |
০৩ | ২০০৯ | ০৮ | ০৬ | ০২ |
০৪ | ২০১০ | ১৪ | ১৩ | ০১ |
০৫ | ২০১১ | ১২ | ১২ | - |
বিগত বছরে সাধারন ও টেলেন্টপুল বৃত্তি আসে নাই।
বিদ্যালয় ২০১১ সালে C গ্রেড থেকে Bগ্রেডে উন্নিত হয়েছে।
জরুরী ভিত্তিতে শিক্ষকের শূন্য পদ পূরন। বিদ্যালয়কে Bগ্রেড থেকে Aগ্রেডে রূপান্তরিত করা।
বিয়ানীবাজার কলেজ রোড থেকে পশ্চিম দিকে মাথিউরা রোডে এসে আলিশা কমিউনিটি সেন্টারের পূর্বের রাসত্মা দিয়ে সুজাসুজি উত্তর দিকে গিয়ে নবাঙ্গ ত্রিমুখি হয়ে সোজা পশ্চিম দিকে রাসত্মা দিয়ে সুতার কান্দি হয়ে রায়বাসি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস