উক্ত বিদ্যালয়টি স্থাপিত হওয়ায় এলাকাবাসী অনেক আনন্দিত ।
এছাড়াও ছাত্র/ছাত্রীরা কাছাকাছি বিদ্যালয় হওয়ায় সহজে যাতায়াত করতে পারেনি।
এলাকাটিতে বিদ্যালয় হওয়ায় গ্রামের দরিদ্র মানুষজনের ছেলে মেয়ে সহজে স্কুলে যাতায়াত করতে পারছে।
গ্রামের দরিদ্র পরিবারগুলো এই স্কুল হওয়াতে সহজে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারছে।
এলাকাবাসী উক্ত স্কুলের শিক্ষক/ছাত্র-ছাত্রীদের প্রতি যতেষ্ট আন্তরিক।
স্কুলের ইতিহাস :
স্কুলটি শুরুতে গুঠিকয়েক ছাত্র-ছাত্রী নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।
পরে গ্রামের মানুষজন পড়ালেখার গুরুত্বের কথা বিবেচনা করে তাদের ছেলে মেয়েদের স্কুলে পাটাতে শুরু করল।
শুরুতে কিছু কুসংস্কারে বিদ্যালয়টি বাধার মুখে পড়লেও আস্তে আস্তে গ্রামের সাচেতন মানুষগুলোর জন্য বিদ্যালয়টি স্থায়ী হয়।
বর্তমান অবস্থান:
বর্তমানে বিদ্যালয়টি ৫৭০ জনের মতো ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে।
শেণী ভিত্তিক ছাত্র-ছাত্রী’র সংখ্যা
ক্রমিক নং | শেণীর নাম | ছাত্র | ছাত্রী |
০১ | প্রথম | ৮৯ | ১৪৩ |
০২ | দ্বিতীয় | ৬৯ | ১২৭ |
০৩ | তৃতীয় | ৫৯ | ১২১ |
০৪ | চতুর্থ | ৮০ | ১১৩ |
০৫ | পঞ্চম | ৬২ | ৮৯ |
সভাপতি : গোলাম আহমদ
সহ সভাপতি : ইয়াছিন আলী।
সেক্রেটারী : এমরান হোসেন
বিগত পাঁচ বছরের শ্রেণী ভিত্তিক ফলাফল
পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার | সাল |
৯৪ | ৭৮% | ২০০৯ |
১১৩ | ৬৯% | ২০১০ |
১২৬ | ৬৪% | ২০১১ |
১৩৭ | ৭৯% | ২০১২ |
১২৭ | ৮৩% | ২০১৩ |
২০১০ সালে ২ জন এ গ্রেড পেয়ে উত্তির্ণ।
২০১১ সালে ৬ জন এ গ্রেড পেয়ে উত্তির্ণ ।
২০১৩ সালে ০১ জন এ+ গ্রেড পেয়ে উত্তির্ণ ।
২০১৩ সালে ১২ জন এ গ্রেড পেয়ে উত্তির্ণ
স্কুলটি শতভাগ ছাত্র-ছাত্রী সাফল্যের সাথে উত্তির্ণ হওয়া
সিলেট সিটির আম্বর খানা থেকে টুকের বাজার গিয়ে নৌকা পার হয়ে রিক্সার মাধ্যমে পৌছানো।
মেধাবী ছাত্র ছাত্রী বৃন্ধ
নাম | পাশের সাল | ফলাফল |
মো: জসিম উদ্দিন | ২০০৯ | এ |
মো: ইমরান আহমদ | ২০১০ | এ |
কবির মাহমুদ | ২০১০ | এ |
সুজন হাওলাদার | ২০১১ | এ |
রুমন মিয়া | ২০১২ | এ |
ইমরান মাহদি | ২০১৩ | এ+ |
কবির আহমদ | ২০১৩ | এ |
ইয়াছমিন বেগম | ২০১৩ | এ |
সুমি বেগম | ২০১৩ | এ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস