বিদ্যালয়টি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের বাদেপাশা গ্রামে অবস্থিত। বিদ্যালটির ভবন নির্মান করা হয় এল আকারে। ভবনটিতে ৪ টি কক্ষ রয়েছে। এতে ১ টি অফিস কক্ষ ও ৩ টি শ্রেনী কক্ষ রয়েছে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় পহেলা জানুয়ারী ২০০৪ সালে। লন্ডন প্রবাসী জনাব মস্তফা মিয়া ৩৩ শতক ভূমি দান করেন। জনাব নাজিম উদ্দিন মাষ্টার সাহেব ও ফখরুল ইসলাম মাষ্টার সাহব এর উদ্দ্যেগে এই বিদ্যালয়টি প্রতিণ্ঠিত হয়। গ্রামের গন্যমান্য ও প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং এলাকার যুব সমাজের ভূমিকা এখানে প্রধান উল্লেখ যোগ্য। বিদ্যালয়টি ২০০৪ সালে বাশেঁর ভেড়া এবং টিনের চালা দিয়ে তৈরী করা হয়। ২০১০ সালে এটি পূণনির্সান করা হয় ইটের দেয়াল ও টিনের চাউনি দিয়ে। বর্তমানে বিদ্যালয়টিতে ৪ টি শ্রেনী কক্ষ ও ১ টি অফিস কক্ষ রয়েছে।
শ্রেনী | বালক | বালিকা | মোট |
১ম | ১৭ | ২২ | ৩৯ |
২য় | ১৯ | ১৮ | ৩৭ |
৩য় | ২১ | ১৫ | ৩৬ |
৪র্থ | ১১ | ১৬ | ২৭ |
৫ম | ৫ | ১৫ | ১৫ |
মোট | ৭৩ | ৮১ | ১৫৪ |
ক্রমিক নং | নাম | পদবী |
১ | জনাব হাজী সিরাজ উদ্দিন | সভাপতি |
২ | ফখরুল ইসলাম | সহঃ সভাপতি |
৩ | জয়া রানী দাস | শিক্ষক প্রতিনিধি |
৪ | ছৈয়ব আলী | অভিভাবক সদস্য |
৫ | আব্দুস শুকুর | জমি দাতা সদস্য |
৬ | আতাউর রহমান | শিক্ষানুরাগী সদস্য |
৭ | রাজেলা নাজিম | শিক্ষানুরাগী মহিলা সদস্য |
৮ | ধনাই মিয়া | মেধাবী অভিভাবক সদস্য |
৯ | হাজী নূর উদ্দিন | উচ্চবিদ্যালয় শিক্ষক প্রতিনিধি |
১০ | লুকুছ আহমদ | মহিলা অভিভাবক সদস্য |
১১ |
| ইউ/পি সদস্য |
১২ | মোঃ কুনু মিয়া | সদস্য সচিব |
বিগত ৫ বছরের সমাপনী পরীক্ষায় ১০০% ফলাফল।
ভবিষ্যতে আমাদের এই বিদ্যালয়টি একটি মডেল বিদ্যালয়ে পরিনত করার জন্য শিক্ষক শিক্ষিকা বৃন্ধ এবং বিদ্যালয় পরিচালনা কমিটি সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস