সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৩ নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের ২নং ওযার্ডের অর্ন্তগত দর্পনগর পূর্বগ্রামে অবস্থিত উত্তরে সুরমা নদী ,পূর্ব,পশ্চিম,ও দক্ষিনে হারিছ চৌধুরী গংএর বাড়ীঅবস্থিত।
১৮৭৮সালে উডকমিশনের সুপারিস এর প্রক্ষিতে প্রাথমিক শিক্ষা দানের উদ্দেশ্যে বিদ্যালয়টি প্রতিষ্টিত হয় ।বিদ্যালয়ের বর্তমান স্থানের ভূমি ১৯৬৫ ইংরেজীতে প্রয়াত আব্দুল কাদির চৌধুরী ৪৪ শত জমি বিদ্যালয়েরনামে কবালা মূলে দান করেন।পরর্বতিতে জনাবা আশিক উদ্দিন চৌধুরী আরও ৩৩ শতক জমি দানসূত্রে বিদ্যালয়ে প্রধান করেন।এবং ২০০৩ সালে বিশিষ্ট জননেতা জনাব আবুল হারিছ চৌধুরীর উদ্যোগে সরকারী অর্থায়নে আধুনিক দুতলা বিদ্যালয় ভবন র্নিমিত হয় এবং বিদ্যালয় মাঠ ভরাট কার্যক্রম তার উদ্যোগে সমাপ্ত হয়।
ম্যানেজিং কমিটি নিয়মিত, মোট সদস্য সাংখ্যা:১১ জন
সন | মোট পাশ | পাশের হার |
২০০৮ | ৩২ | ৭৬% |
২০০৯ | ২৪ | ৭৮% |
২০১০ | ২৩ | ৮০% |
২০১১ | ২৭ | ৮২% |
২০১২ | ২৫ | ৯২% |
প্রতিষ্ঠানের অর্জন:বঙ্গবন্দু গোল্ডকাপ ইস্কুল টুনামেন্টে ২০১১সালে উপজেলা চেম্পিয়ান এবং জেলা পর্যায়ে ইস্কুল ফুটবল দল সেমি ফাইনাল পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করেছিল । এবং আমাদের শিক্ষার জন্য উপ ভৃত্তির কাটধারী সকল মহিলা অভিবাবক (১২০ জন) সবাই স্বাক্ষর ঞ্জানসম্পন্ন ।
সিলেট - জকিগঞ্জ রোড থেকে বাস ,অথবা, কার,সিএনজি ,লাইটেস ইত্যাদি যোগে ,সড়কের বাজার নামক স্থানে এসে গাড়ি থেকে নেমে মিনি গাড়ি করে হারিছ চৌধুরী বাড়ী অথবা দর্পনগর পূর্ব গ্রাম নামক স্থানে নেমে ঐ স্কুলটিতে অস্থান করিতে পারবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস