Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ন্যাচারেল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরী স্কুল

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

সংক্ষিপ্ত বর্ণনাঃ-

 (ক) স্কুল ভবন :একটি U  আকারের টিন শেড ভবন যাতে ২০ টি কক্ষ রয়েছে। ঐ ভবন সংলগ্ন একটি I(আই) আকারের ভবন আছে যাতে ০৪ টি কক্ষ আছে। দুইটিদোতলাপাকা ভবন আছে যাতে কক্ষ আছে ১২টি। ফ্যাসিলিটিজ বিভাগ কর্তৃক নির্মিত দুইটিএকতলা  ভবন আছে যাদের প্রত্যকটিতে ৩টি করে ০৬টি কক্ষ রয়েছে। স্কুলে প্রতিষ্ঠান প্রধানের অফিস কক্ষ,শিক্ষক মিলনায়তন, শিক্ষিকা মিলনায়তন, অফিস কক্ষ, লাইব্রেরী, বি.এন.সি.সি কক্ষ, স্কাউট কক্ষ, প্রার্থনা কক্ষ, দুটি ষ্টোর রুম, সাংস্কৃতিক কক্ষ ও ক্রীড়া কক্ষ রয়েছে। পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার শিক্ষা, গাহর্স্থ্য অর্থনীতি বিষয়ের গবেষনাগার হিসাবে ০৫টি কক্ষ ব্যবহৃত  হচ্ছে। বাকী ২৫ টি কক্ষ শ্রেণী কক্ষ হিসাবে ব্যবহৃত হচ্ছে।

 

(খ) টয়লেট: ১২টি টয়লেট রয়েছে যাতে নিয়মিত পানি সরবরাহের ব্যবস্থা আছে।

 

(গ) বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা: প্রত্যকটি কক্ষে প্রয়োজনীয় সংখ্যক ফ্যান ও লাইটের ব্যবস্থা আছে। এন.জি.এফ.এফ লিঃ এর নিজস্ব পাওয়ার প্লান্টহতে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে।

 

(ঘ) স্কুল ক্যাম্পাসে শহীদ মিনার রয়েছে যার সংলগ্ন দুইটি ফুলের বাগান রয়েছে।

 

(ঙ) বাউন্ডারী ওয়াল দ্বারা স্কুল ভবন সংরক্ষিত। ছাত্র ও ছাত্রীদের দুইটি পৃথক গেইট রয়েছে।

 

(চ) ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক খেলার মাঠ আছে।