অত্র বিদ্যালয়টি ১৯৯৫ ইং সালে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়ে ২০০০ ইং সনে মাধ্যমিক স্তরে এম.পি.ও ভূক্ত হয়। |
বিদ্যালয়টি ২০০৩ ইং সনে সর্বপ্রথম এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ সফলতা অর্জন লাভ করে। এবং অদ্যাবধি এ সাফল্যের ধারা অব্যাহত রয়েছে।
শ্রেণী | চাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ২৭ | ২৯ | ৫৬ |
৭ম | ২৬ | ২০ | ৪৬ |
৮ম | ১৫ | ১৯ | ৩৪ |
৯ম | ২২ | ১৯ | ৪১ |
১০ম | ১৪ | ২২ | ৩৬ |
হাজী মোঃ আব্দুল হান্নান, সভাপতি পরিচালনা পর্ষদের মেয়াদ উত্তীর্নের তারিখ- ১০/০২/২০১২ ইং। |
১। মোঃ আমীরুল হক, সদস্য সচিব ২। মোঃ বেলাল উদ্দিন, কো-অপট সদস্য ৩। মোঃ মজহরুল হক, সাধারণ শিক্ষক সদস্য ৪। মোঃ লুৎফুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য ৫। গিয়াস উদ্দিন, সাধারণ অভিভাবক সদস্য ৬। মোঃ ফখরুল ইসলাম, সাধারণ অভিভাবক সদস্য ৭। মোঃ ছমির উদ্দিন, সাধারণ অভিভাবক সদস্য ৮। মোঃ মুতিউর রহমান, সাধারণ অভিভাবক সদস্য ৯। মোঃ আতাউর রহমান, প্রতিষ্টাতা সদস্য ১০। কাজী জাকারিয়া খাঁন, দাতা সদস্য মেয়াদ উত্তীর্ণেরতারিখ- ১০/০২/২০১২ ইং। নতুন ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়াধীন। |
সন | এস.এস.সি | জে.এস.সি | ||||
মোট ছাত্র/ ছাত্রী | পাশ | হার | মোট ছাত্র/ ছাত্রী | পাশ | হার | |
২০১১ | ৪৬ | ৪০ | ৮৭% | ৪৯ | ৪৭ | ৯৬% |
২০১০ | ৩৩ | ২৬ | ৭৯% | ৩২ | ২৪ | ৭৫% |
২০০৯ | ৩৪ | ৩০ | ৮৮% |
|
|
|
২০০৮ | ১৫ | ০৯ | ৬০% |
|
|
|
২০০৭ | ১৩ | ১২ | ৯২% |
|
|
|
বিগত ২০০৬ ইং সনে ২টি জুনিয়র বৃত্তি এবং ২০০৯ ইং সনে ১টি মাধ্যমিক বৃত্তি লাভ ।
শিক্ষাবৃত্তি ছাড়াও ২০১১ ইং সনে এস.এস.সি. পরীক্ষায় ০৫ টি A এবং জে.এস.সি পরীক্ষায় ২টি A আসে।
বিদ্যালয়টিকে একটি আধুনিক মানসম্মত বিদ্যালয়ে পরিণত করার পরিকল্পনা রয়েছে।
বিদ্যারয়টি উপজেলা সদর হতে ৫ কিঃমিঃ পশ্চিম দিকে অবস্থিত এবং যোগাযোগের সুবিধা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস