বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত ৭নং মাথিউরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত বিদ্যালয়টি ৬০ (ষাট) শতাংশ ভূমির উপর প্রতিষ্ঠিত। এখানে রয়েছে বন্যায় আশ্রয়যুক্ত দ্বিতল ভবন। সাথে রয়েছে দু’কক্ষ বিশিষ্ট একটি পুরাতন ভবন। বিদ্যালয়ের সম্মুখভাগে রয়েছে একটি খেলার মাঠ ও চারপাশে আছে নানা ধরনের রুপনকৃত বৃক্ষরাজী।
এলাকার বিশিষ্ট মুরববী হাজী জমশেদ আলী ও হাজী মোবারক আলীর ভূমি দানের মাধ্যমে ও এলাকার সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতায় ০১/০১/১৯৭৩ সালে একটি কাঁচা ঘরে প্রাথমিক পর্যায়ে পড়ালেখা শুরু হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে একটি গ্রামের দাতাদের ও সরকারের যৌথ অনুদানে সেমি পাকা ঘর তৈরী হয়। ২০০০ সালে এ.ডি.বি অনুদানে দু’কক্ষ বিশিষ্ট একটি বিল্ডিং হয়। সর্বশেষ ২০০৯ সালে বন্যা ও নদী ভাঙ্গন এলাকায় ক্ষতিগ্রস্থ প্রাথমিক পুন নির্মাণ প্রকল্পের মাধ্যমে দ্বিতল একটি ভবন নির্মিত হয়। উক্ত ভবনে তিনটি শ্রেণী কক্ষ, একটি অফিস কক্ষ, দু’টি বাথরুম ও একটি গভীর নলকূপ সংযুক্ত রয়েছে।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
শিশু শ্রেণী: ০৫ ১০ ১৫
১ম ১৬ ১২ ২৮
২য় ১৭ ১২ ২৯
৩য় ১৯ ১৪ ৩৩
৪র্থ ০৯ ১৩ ২২
৫ম ০৮ ০৪ ১২
মোটঃ- ১৪২ ১৪৬ ২৮৮
গ) হাজী আবুল কালাম -সভাপতি
ফখর উদ্দিন আহমদ- প্র.শি. -সচিব
আয়ুব আলী -জমিদাতা -সদস্য
ইসবর আলী - বিদ্যোৎসাহী -সদস্য
তাহেরা বেগম - বিদ্যোৎসাহী - সদস্যা
সায়ফুল ইসলাম খান - বিদ্যোৎসাহী - সদস্য
পারভিন বেগম - ৪র্থ শ্রেনী মেধাবী ছাত্র - সদস্যা
নাহিমা বেগম - ছাত্র অভিভাবক -সদস্যা
রাজিয়া বেগম - ছাত্র অভিভাবক - সদস্যা
মোঃ আবুল কালাম - ছাত্র অভিভাবক - সভাপতি
আং হাছিব - ছাত্র অভিভাবক -সদস্য
আপ্তাব উদ্দিন - শিক্ষক প্রতিনিধি - সদস্য
আং ছালাম - ওয়ার্ড মেম্বার - সদস্য
শ্রেণী -ছাত্র/ছাত্রীর সংখ্যা -সাল -কৃতকার্য - অকৃতকার্য - পাশের হার ৫ম - ২৩ -২০০৭ - ২৩ -০০ - শতভাগ ৫ম - ১০ - ২০০৮ -১০ -০০ - শতভাগ ৫ম - ১০ - ২০০৯ -১০ -০০ - শতভাগ ৫ম - ১৬ - ২০১০ -১০ -০৬ - ৬১% ৫ম - ২০ - ২০১১ -২০ -০০ - শতভাগ |
শিক্ষাবৃত্তির অত্তপভূক্ত পরিবার = ২৬ (একক ২৩+একাধিক-০৩)
ছাত্র/ছাত্রীর সংখ্যা = ২৯ জন
১. শতভাগ ভর্তি নিশ্চিত।
২. ঝরেপড়া রোধ।
৩. কাঙ্গিত ফলাফল অর্জন।
শতভাগ ভর্তি নিশ্চিতসহ একটি উন্নত বিদ্যালয়ে রুপান্তরিত করা ।
বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা দুর্গম। শুকানো মৌসুমে পায়ে হেটে বাঁাচা রাস্তায় ও বর্ষা মৌসুমে নৌকায় যাতায়াত করতে হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস