প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনাঃ
এলাকাবাসীর উদ্যোগে ১৯৪৩ খ্রিস্টাব্দের মার্চ মাসের হযরত শাহজালাল (র:) এর ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত আত্হার সৈয়দ (রহ) নামানুসারে অত্র বিদ্যালয়ের নাম আত্হারিয়া উচ্চ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে । যাদের ভূমি দানের মাধ্যমে অত্র বিদ্যালয়টি আত্ন প্রকাশ করে তারা হলেনঃ
১। মরহুম জনাব মাহমদ আলী, ২। মরহুম জনাব হুসেন আলী ৩। মরহুম জনাব তাহির আলী
প্রতিষ্ঠাকালঃ ১৮/০৩/১৯৪৩ খ্রি:
ইতিহাসঃ আত্হারিয়া উচ্চ বিদ্যালয়টি ১৯৪৩ খ্রি: সনে এলাকার শিক্ষা দরদী দানবীর, গণ্যমান্য লোকজনের উদ্যোগে গড়ে উঠে । বিদ্যালয়টি নানা প্রতিকূলতা মোকাবেলা করে বর্তমানে গোলাপগঞ্জ উপজেলার একটি স্বনামধন্য বিদ্যালয়ে উন্নীত হয়েছে । বর্তমানে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০৩৪ জন । প্রতি বছর শতাধিক ছাত্র-ছাত্রী পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫.০০ সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে থাকে । বিদ্যালয়টিতে বর্তমানে জে.এস. সি ও এসএসসি পরীক্ষা কেন্দ্র বিদ্যমান আছে । বিদ্যালয়টিতে বর্তমানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান অনুমোদন রয়েছে ।
প্রতিষ্ঠান প্রধানের/অধ্যক্ষের নাম ও তথ্যঃ
মোঃ আব্দুস শহীদ
এলাকাবাসীর উদ্যোগে ১৯৪৩ খ্রিস্টাব্দের মার্চ মাসের হযরত শাহজালাল (র:) এর ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত আত্হার সৈয়দ (রহ) নামানুসারে অত্র বিদ্যালয়ের নাম আত্হারিয়া উচ্চ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে । যাদের ভূমি দানের মাধ্যমে অত্র বিদ্যালয়টি আত্ন প্রকাশ করে তারা হলেনঃ
১। মরহুম জনাব মাহমদ আলী, ২। মরহুম জনাব হুসেন আলী ৩। মরহুম জনাব তাহির আলী
প্রতিষ্ঠাকালঃ ১৮/০৩/১৯৪৩ খ্রি:
ইতিহাসঃ আত্হারিয়া উচ্চ বিদ্যালয়টি ১৯৪৩ খ্রি: সনে এলাকার শিক্ষা দরদী দানবীর, গণ্যমান্য লোকজনের উদ্যোগে গড়ে উঠে । বিদ্যালয়টি নানা প্রতিকূলতা মোকাবেলা করে বর্তমানে গোলাপগঞ্জ উপজেলার একটি স্বনামধন্য বিদ্যালয়ে উন্নীত হয়েছে । বর্তমানে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০৩৪ জন । প্রতি বছর শতাধিক ছাত্র-ছাত্রী পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫.০০ সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে থাকে । বিদ্যালয়টিতে বর্তমানে জে.এস. সি ও এসএসসি পরীক্ষা কেন্দ্র বিদ্যমান আছে । বিদ্যালয়টিতে বর্তমানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান অনুমোদন রয়েছে ।
প্রতিষ্ঠান প্রধানের/অধ্যক্ষের নাম ও তথ্যঃ
মোঃ আব্দুস শহীদ
শ্রেনী----ক-শাখা ---খ-শাখা ---------মোট
৬ষ্ঠ---৮৯----------১১০-----------১৯৯
৭ম---৭৫------------৯০------------১৬৫
৮ম---৮১--------১১১---------------১৯২
৯ম----৩৮---------৬৩-------------১০১
১০ম----৬০----------৫৬------------১১৬
সর্বমোট---৭৭৩ জন ছাত্র-ছাত্রী।
উক্ত বিদ্যালয় -১৮-০৩-১৯৪৩ইং সালে প্রতিষ্ঠিত হয়।
জনাব এ. মুনিম চেৌধুরী----সভাপতি
জনাবা মাছুমা খানম ---সংরক্ষিত শিক্ষক সদস্যা
জনাব মো: আব্দুস শহিদ ---প্র/শি---সদস্য সচিব।
গোলাপগঞ্জ উপজেলার হেতিমগগঞ্জ দেওয়ান রোড হয়ে প্রায় ১ কিলোমিটারের মধ্যে কলেজ ভবনটি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস