প্রতিষ্ঠান কোড MPO- 1505050301
EIIN NO. 130248
বিদ্যালয়ের ২টি গ্রুপঃ (ক) মানবিক (খ) বিজ্ঞান
বিদ্যালয়ের জমিঃ ১.০০ একর
বিদ্যালয়ের ভবন সংখ্যাঃ ০৩ টি
বিদ্যালয়ের টিউবওয়েলঃ ২টি
খেলার মাঠঃ বিস্তৃত খেলার মাঠ।
ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন হাকালুকি হাওরের পাড় ঘেষা টিলা সমৃদ্ধ একটি জনবহুল গ্রাম বাদেদেউলী। রাস্তা-ঘাট এবং ভাল যাতায়াত ব্যবস্থা না থাকায় দূরবর্তী কোন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই গ্রামের ছেলে-মেয়েদের পক্ষে লেখা-পড়া করা ছিল প্রায় অসম্ভব। তারই প্রেক্ষিতে এলাকার কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তি এলাকার ছেলে-মেয়েদের লেখা-পড়ার সুযোগ সৃষ্টি এবং এলাকার উন্নয়নের জন্য জনাব আব্দুর রব সাহেবের নেতৃত্বে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। তারই ফলশ্রুতিতে এলাকার গণমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় ১৯৯৭ ইং সনে গড়ে উঠে আজকের এই ঐতিহ্যবাহী সুনামধন্য জমিরুন নেছা একাডেমী, এর পরিপেক্ষিতে এই এলাকার ছেলে-মেয়েরা সহজেই পড়া-লেখার সুযোগ পাচ্ছে এবং এলাকাটিতে এখন উন্নয়নের ছোয়া লেগেছে।
বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক)ঃ
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট ছাত্র- ছাত্রী |
১ | ষষ্ঠ শ্রেণী | ৪২ | ৩২ | ৭৪ |
২ | সপ্তম শ্রেণী | ৪২ | ৪৬ | ৮৮ |
৩ | অষ্টম শ্রেণী | ৩১ | ৩১ | ৬২ |
৪ | নবম শ্রেণী | ১৬ | ৩১ | ৪৭ |
৫ | দশম শ্রেণী | ১২ | ২৫ | ৩৭ |
২০১১ ইং সনের ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক)ঃ
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট ছাত্র- ছাত্রী |
১ | ষষ্ঠ শ্রেণী | ৪৩ | ৪৬ | ৮৯ |
২ | সপ্তম শ্রেণী | ৩১ | ৩৪ | ৬৫ |
৩ | অষ্টম শ্রেণী | ১৯ | ৩৭ | ৫৬ |
৪ | নবম শ্রেণী | ১১ | ২২ | ৩৩ |
৫ | দশম শ্রেণী | ১৭ | ৪৩ | ৬০ |
বিদ্যালয় পরিচালনা কমিটির তথ্যঃ নিয়মিত ম্যানেজিং কমিটি, সদস্য সংখ্যা ১১ জন, কমিটির মেয়াদ ১৩/০৭/২০১০ হইতে ১২/০৭/২০১২ ইং
বিগত ৫ বছরেরসমাপনী পাবলিক পরীক্ষার ফলাফলঃ
পাশের সাল | পরীক্ষার্থী সংখ্যা | পাশের সংখ্যা | জিপিএ-৫/গোল্ডেন প্রাপ্ত সংখ্যা | পাশের হার | ||||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ||
২০০৭ | ১০ | ০৫ | ১৫ | ০৬ | ০২ | ০৮ | - | - | - | ৫৩.৩৩% |
২০০৮ | ১২ | ১০ | ২২ | ০৮ | ০৩ | ১১ | - | - | - | ৫০% |
২০০৯ | ১৩ | ১৪ | ২৭ | ১২ | ০৯ | ২১ | ০১ | ০১ | ০২ | ৭৭.৭৮% |
২০১০ | ০৯ | ১৮ | ২৭ | ০৮ | ০৫ | ১৩ | - | - | - | ৪৮.১৫% |
২০১১ | ১১ | ১৯ | ৩০ | ১১ | ১০ | ২১ | - | - | - | ৭০% |
জেএসসিপরীক্ষার ফলাফলঃ
পাশের সাল | পরীক্ষার্থী সংখ্যা | পাশের সংখ্যা | জিপিএ-৫/গোল্ডেন প্রাপ্ত সংখ্যা | পাশের হার | ||||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ||
২০১০ | ১৪ | ২৩ | ৩৭ | ১২ | ১৬ | ২৮ | - | - | - | ৭৫.৬৮% |
২০১১ | ২০ | ৩৯ | ৫৯ | ১৬ | ২৮ | ৪৪ | - | - | - | ৭৪.৫৮% |
২০০৯ ইং সনে এস.এস.সিপরীক্ষায়২জন শিক্ষার্থী A+ পেয়েছে ও ২০১২ইংসনে এস.এস.সিপরীক্ষায়১জন শিক্ষার্থী A+ পেয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানটি একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তরিত করা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে উন্নীত করে এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার পথ সুগম করা।
মোবাইলের মাধ্যমে ও ই-মেইলের মাধ্যমে। মোবাঃ ০১৭১৮-৩১৬৮৬৯,
ই-মেইলঃ www.jomirunnessaacademy@yahoo.com
২০০৯ ইং সনে এস.এস.সি পরীক্ষায় ২জন শিক্ষার্থী A+ পেয়েছে ও ২০১২ ইং সনে এস.এস.সি পরীক্ষায় ১জন শিক্ষার্থী A+ পেয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস