বিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনাঃ
(ক) বিদ্যালয় কোড (বোর্ড) ঃ ১১৩২
(খ)ব্যান বেইস কোড নং ঃ ১৫০৫০৪১৩০১
(গ) কেন্দ্র কোড ঃ ১০৫
(ঘ) ই,আই, আই, এন নং ঃ ১৩০২৪৬
(ঙ) প্রতিষ্ঠার সন ঃ ০১/০১/১৯৮৬ইং
(চ) অবস্থান ঃ ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ কিঃমিঃ উত্তরে ৪নং
উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুরে অত্যন্ত মনোরম পরিবেশে এশিয়ান
মহাসড়কের সন্নিকটে বিদ্যালয়টি অবস্থিত।
(ছ) প্রথম স্বীকৃতি ঃ ১. নিম্ন মাধ্যমিক ঃ ০১/০১/১৯৮৮ইং
২. মাধ্যমিক ঃ ০১/০১/১৯৯৪ইং
(জ) প্রথম এম,পি,ও ঃ ০১/০১/১৯৯৪ইং
(ঝ) স্বীকৃতির মেয়াদ ঃ ৩১/১২/২০১২ইং
(ঞ) ম্যানেজিং কমিটি ঃ নিয়মিত
(ট) অনুমোদিত বিভাগ ঃ মানবিক ও বিজ্ঞান
(ঠ) জমির পরিমান ঃ ১.৬১ একর
(ড) অবকাঠামো ঃ ভবন সংখ্যা (৫টি)
(ঢ) কক্ষ সংখ্যা ঃ ১৫টি
(ন) পানীয় জলের ব্যবস্থা ঃ মোটর ও টিউবঅয়েল
(ত) টয়লেট ঃ ০৬টি
(থ) বিদ্যুৎ ঃ পল্লী বিদ্যুৎ সংযুক্ত আছে ।
(দ) মাঠ ঃ ৬০ শতকের উপর ছোট মাঠ।
কুশিয়ারা নদীর উত্তর পাড় উত্তর কুশিয়ারা নামে খ্যাত। এ অঞ্চলে কোন উচ্চ বিদ্যালয় না থাকায় এ অঞ্চলের গুনী ব্যক্তিরা পায়ে হেঁটে বহু দুর দুরান্তে গিয়ে পড়াশুনা করেছেন। তাদের চিন্তা ও ধ্যান ধারনার ফসল বর্তমান উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়। ১৯৮৬ সালে অত্র উত্তর কুশিয়ারা অঞ্চলের কতিপয় নবীন - প্রবীণ উদ্যোগী ও এলাকার সর্বস্তরের জনগনের সমন্বিত প্রচেষ্টায় গড়ে উঠে উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়।কটালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অব্যবহৃত একটি কক্ষে শুরু হয় বিদ্যালয়ের কার্যক্রম। ১৯৮৬ সালে ৬ষ্ঠ ও ৭ম দিয়ে শ্রেণীকার্যক্রম শুরু হয়। ঐ সালে কটালপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের আঙ্গিনায় একটি টিনশেড ঘর তৈরী করে নতুন উদ্যমে শুরু হয় শিক্ষাদান কার্যক্রম।তখন শিক্ষক সংখ্যা ছিল মাত্র তিন জন । (সর্ব জনাব ১.মোঃ আব্দুর রশিদ ২.মোঃ জইনুল ইসলাম ৩.মোঃ শ্রী নৃপেন্দ্র কুমার পাল।১৯৮৭ সালের শেষ দিকে শ্রী নৃপেন্দ্র কুমার পালের সরকারী চাকরী হওয়ায় তিনি চলে যান এবং মোঃ জয়নুল ইসলাম আমেরিকায় চলে গেলে তাদের স্থলাভিষিক্ত হন জনাব, মুজিবুর রহমান ও আব্দুছ ছাত্তার জালালী। ১৯৮৮ সালে এলাকার সহৃদয় ব্যক্তি গন ১.৫৩একর ভূমি দান করেন ।উক্ত ভূমির উপর স্থানান্তরিত হয়ে অদ্যাবধি বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়টি এ অঞ্চলের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। সুযোগ্য শিক্ষক মন্ডলী এবং এলাকার সচেতন অভিভাবক মন্ডলী দ্বারা পরিচালিতবিদ্যালয়টিতে আধুনিক শিক্ষার সরঞ্জাম /উপকরন সহ রয়েছে একটি সর্বাধুনিক বিজ্ঞানাগার এবং কম্পিউটার ল্যাব,একটি সমৃদ্ধ লাইব্রেরী,এবং কার্যক্রমের সু ব্যবস্থা। শিক্ষারগুনগত মান উন্নয়নের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত আছে । এ উন্নতিকে আরও বেগবান করতে এলাকার সর্বস্তরের জনসাধারন ও বিদেশী প্রবাসীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
৬ষ্ঠ | ৫৮ | ১২৬ | ১৮৪ |
|
৭ম | ৫৩ | ১০৩ | ১৫৬ |
|
৮ম | ৬০ | ৮৩ | ১৪৩ |
|
৯ম | ২৬ | ৪৮ | ৭৪ |
|
১০ম | ৩৪ | ৫০ | ৮৪ |
|
সর্বমোট | ২৩১ | ৪১০ | ৬৪১ |
|
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ- ১৮/০২/২০১২ হতে ১৭/০২/২০১৪ সন পর্যন্ত ম্যানেজিং কমিটির সম্মানীত
সদস্য বৃন্দের নামের তালিকাঃ
ক্রমিক নং | নাম | পদবী |
|
০১ | জনাব,মাহমুদ উস্-সামাদ চৌধুরী (এম,পি) | সভাপতি |
|
০২ | জনাব, হাজী মোস্তফা মিয়া | দাতা সদস্য |
|
০৩ | জনাব, হাজী মোঃ আজিজুর রাহমান | শিক্ষানুরাগী সদস্য |
|
০৪ | জনাব,মোঃ আব্দুর রউফ | অভিভাবক সদস্য |
|
০৫ | জনাব,মোঃ তজমুল আলী | \ |
|
০৬ | জনাব, মোঃ হারুন মিয়া | \ |
|
০৭ | জনাব,মোঃ হাবিবুর রহমান | \ |
|
০৮ | জনাব,মিনারা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
|
০৯ | জনাব,মোঃ আব্দুর রশিদ | শিক্ষক সদস্য |
|
১০ | জনাব,মোঃ সাজুল ইসলাম | শিক্ষক সদস্য |
|
১১ | জনাব, জাহেদা খানম | সংরক্ষিত মহিলা শিক্ষিকসদস্য |
|
১২ | জনাব,মোঃ শাহিদ আলী | সদস্য সচিব |
|
বিগত ৫ বছরের সমাপনী/ পাবলিকপরীক্ষার ফলাফলঃ-
ক্রমিক নং | পরীক্ষার সন | পরীক্ষার নাম | মোট পরীক্ষার্থী | উর্ত্তীণ | পাশের হার % | মন্তব্য |
০১ | ২০০৮ | এস,এস,সি | ৪৫ | ১০ | ২২.২২% |
|
০২ | ২০০৯ | এস,এস,সি | ৭৬ | ৩০ | ৩৯.৪৭% |
|
০৩ | ২০১০ | এস,এস,সি | ৭৬ | ৫১ | ৬৭.১১% |
|
জে,এস,সি | ৯৫ | ৪৫ | ৪৭.৩৭% |
| ||
০৪ | ২০১১ | এস,এস,সি | ৭৫ | ৪৪ | ৫৮.৬৮% |
|
জে,এস,সি | ১২৭ | ৯৪ | ৭৪.০২% |
| ||
০৫ | ২০১২ | এস,এস,সি | ৮০ | ৭১ | ৮৮.৭৫% |
|
২০১১সনে অনুষ্ঠিত জে,এস,সি, পরীক্ষায় সাধারন বৃত্তি ১(এক) জন।
২০১২ সনে অনুষ্ঠিত এস,এস,সি, পরীক্ষায় জি,পি,এ,(A+) ১জন, Aগ্রেড ৮ জন, স্কাউটটিং কার্যক্রম অংশ গ্রহন । তাছাড়া ২০১০সনে এস,এস,সি,পরীক্ষায়
১জন জি,পি,এ, 5.00সহ ২০১১সালে,জে,এস,সি,পরীক্ষায় ১জন ছাত্রের সাধারন গ্রেডে বৃত্তি লাভ।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
(ক)শ্রেণীকক্ষের গড় শিক্ষার্থীর সংখ্যা আগামী ৫বছরে ৫০-এ সীমাবদ্ধ করা হবে।
(খ) শিক্ষার্থীর জন্য বসার চেয়ার টেবিলের পর্যাপ্ত পরিমানে ব্যবস্থা করা হবে।
(গ) শিক্ষার্থীদের পাঠাগার এবং বিজ্ঞানাগারের প্রতি আগ্রহ সৃষ্টি করা হবে এবং ব্যবহার নিশ্চিত করা হবে। (ঘ) শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মান উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শিক্ষক প্রশিক্ষন নিশ্চিত করা হবে।
(ঙ) ঝরে পড়া হার ৫% এর নিচে নামিয়ে আনার ব্যবস্থা করা হবে।
(চ) পাশের হার ৯০% এ উন্নীত করা হবে ।
(ছ) শিক্ষকরা যাতে পাঠ পরিকল্পনা প্রনয়ন করেন এবং সেই অনুসারে পাঠ দান করেন তাহা নিশ্চিত করা হবে । (জ) মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।
(ঝ) শিক্ষা উপকরন ব্যবহার নিশ্চিত করা হবে।
(ঞ) পি,টি,এ বাস্তবায়ন করা হবে ।
(ট) পানীয় জলের ব্যবস্থা করা হবে এবং শৌচাগারের সংখ্যা বৃদ্ধি করা হবে।
(ঠ) শিক্ষকদের মোট কর্মদিবসের(৯০-৯৫)% দিন উপস্থিত নিশ্চিত করা হবে।
(ড) স্বল্প কৃতিদারীদের জন্য বিশেষ কর্মসুচী গ্রহন করা হবে এবং তাদের মান উন্নয়নের সহায়তা প্রদান করা হবে।
প্রধান শিক্ষক সাহেবের মোবাইল নম্বরঃ ০১৭৩১১১৪৬৮০
(১) ২০১০সনে জি,পি,এ 5.00 প্রাপ্ত ছাত্রীর নাম মোছাঃ সনি বেগম (২) ২০১১সনে সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত ছাত্র মোঃ আবু তাহের ও (৩) ২০১২ সনে জি,পি,এ 5.00প্রাপ্ত ছাত্রের নামঃ তানভীর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস