বিদ্যালয়টির অবস্থান উপজেলা সদর থেকে প্রায় ৫ কি. মি. পশ্চিমে মাথিউরা ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামে । আই প্যাটার্নের আধা পাকা একটি পুরাতন ভবন এবং একটি পাকা ভবনে বিদ্যালয়টি অবস্থিত।
পুরাতন ভবনে ৩ টি শ্রেণি কক্ষ ও একটি গুদামঘর এবং নতুন ভবনে ৩ টি শ্রেণি কক্ষ ও ১ টি শিক্ষক কক্ষ রয়েছে। স্বাভাবিক বন্যা হলে পুরাতন ভবনে পানি ঢুকে যায়।
বিদ্যালয়ের পূর্ব পাশ দিয়ে মাথিউরা ঈদগাহ নালবহর পাকা সড়ক, পশ্চিমে মাঠ, উত্তরে ছোট খাল এবং দক্ষিণে গ্রাম।
মোট শিক্ষক পদ সংখ্যা : প্রধান শিক্ষক ১ টি, সহকারী শিক্ষক ৩টি
কর্মরত: প্রধান শিক্ষক ১জন,সহকারী শিক্ষক ১জন,শূন্য পদ ২টি
করিমগঞ্জ মহকুমার (আসাম, ভারত) ৩৬ নম্বর বিদ্যালয়। লোকাল বোর্ড চালিত বিদ্যালয়টি প্রতিষ্ঠার সঠিক সন,তারিখ জানা যায় নি। বিদ্যালয়টি প্রথমে মিনারাই মহলস্নায় ছিল। কয়েকবার স্থান পরিবর্তনের পর বর্তমান অবস্থানে চলে আসে। ৩০/০৭/১৯৬৫ খ্রি. খলাগ্রাম ও কান্দিগ্রাম মহলস্নার ১০ জন বিদ্যোৎসাহী ব্যক্তি বিদ্যালয়টির অনুকূলে মৌজা মাথিউরা ,মহলস্না কান্দিগ্রাম খতিয়ান নং ৩৬২২,৩৬১৯ ও ৩৬২১ ভুক্ত ৫৯৬১ দাগের ২ কেদার ( ৬২ শতাংশ) ভূমি জেলা প্রশাসক সিলেটের নামে রেজিঃ দলিলমূলে দান করে দেন।বিদ্যালয়টির ভূমির হাল খতিয়ান নং ৬০০২ এবং দাগ নং ৬৭৬৫।
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা | ১৪৩জন | ||
শ্রেণি | বালক | বালিকা | মোট |
শিশু | ০৯ | ০৯ | ১৮ |
১ম | ১৯ | ০৯ | ২৮ |
২য় | ১৭ | ০৭ | ২৪ |
৩য় | ২০ | ০৫ | ২৫ |
৪র্থ | ০৯ | ১৫ | ২৪ |
৫ম | ১০ | ০৪ | ১৪ |
মোট | ৮৪ | ৪৯ | ১৩৩ |
ক্রমিক | নাম | পিতা/স্বামীর নাম | গ্রাম | ক্যাটাগরি | পদবী |
১ | খালেদ সাইফুদ্দীন জাফ্রী | মরহুম আকাদ্দস সিরাজুল ইসলাম | মাথিউরা দোয়াখাঁ | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
২ | আঙ্গুর বিবি | হাজী আফসার আলী | মাথিউরা কান্দিগ্রাম | বিদ্যোৎসাহী (মহিলা) | সদস্য |
৩ | হাজী মোঃ আব্দুল হক | মরহুম আছদ্দর আলী | মাথিউরা খলাগ্রমম | বিদ্যোৎসাহী (পুরম্নষ) | সভাপতি |
৪ | মো ফয়সল আহমদ | মো: ফয়জুর রহমান | নালবহর উচ্চ বিদ্যালয় | মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক | সদস্য |
৫ | মোঃ আব্দুল হক | মরহুম ফজলুর রহমান | মাথিউরা কান্দিগ্রাম | ভূমিদাতা | সহ সভাপতি |
৬ | শিউলী রানী পুরকায়স্থ | স্বপন ধর | গোবিন্দশ্রী | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
৭ | লিলি বেগম | মোঃ ছাদ উদ্দিন | মাথিউরা আরেঙ্গাবাদ | অভিভাবক | সদস্য |
৮ | রহিমা বেগম | মোঃ মাসুক উদ্দিন | মাথিউরা আরেঙ্গাবাদ | অভিভাবক | সদস্য |
৯ | আয়শা বেগম | আব্দুস সালাম | মাথিউরা কান্দিগ্রাম | অভিভাবক | সদস্য |
১০ | মোঃ নিজাম উদ্দিন | মরহুম বসির উদ্দিন | মাথিউরা আরেঙ্গাবাদ | অভিভাবক | সদস্য |
১১ | মোঃ বাবুল হোসেন | মরহুম আব্দুস সালাম | মাথিউরা খলাগ্রাম | অভিভাবক | সদস্য |
১২ | মোঃ এনামুল হক | মরহুম ফৈয়াজ আলী | মাথিউরা খলাগ্রাম | ইউ পি সদস্য | সদস্য |
ক্রমিক | সাল | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | হার | ||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | |||
০১ | ২০০৯ | ১৭ | ০৬ | ২৩ | ১৭ | ০৬ | ২৩ | ১০০% |
০২ | ২০১০ | ০৮ | ০৪ | ১২ | ০৮ | ০৪ | ১২ | ১০০% |
০৩ | ২০১১ | ১৬ | ০৫ | ২১ | ১৬ | ০৫ | ২১ | ১০০% |
০৪ | ২০১২ | ১৫ | ০৩ | ১৮ | ১৫ | ০৩ | ১৮ | ১০০% |
০৫ | ২০১৩ | ১৩ | ০৮ | ২১ | ১৩ | ০৮ | ২১ | ১০০% |
নেই
পর পর ৫ বছর (২০০৮ খ্রি:-২০১২ খ্রি:) সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্য। বিদ্যালয় গ্রেড বি থেকে এ তে উন্নীত হওয়া। কাব কার্যক্রম চালুকরণ। ৯৮% শিক্ষার্থীর ইউনিফরম নিশ্চিত করণ।
একটি আদর্শ বিদ্যালয়ে রূপান্তর।
আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,
গ্রাম/ডাকঃ মাথিউরা-৩১৭২,
উপজেলাঃ বিয়ানীবাজার,
জেলাঃ সিলেট।
মোবাইল নং ০১৭১২৫৮২১৯০,
e-mail: khaledzafri@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস