Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাঘা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বিদ্যালয়টির নাম: বাঘা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইহা সিলেট জেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ মডেল উপজেলার ১নং বাঘা ইউনিয়নের নিভূত পল্লী ছোট ছোট টিলাঘেরা গৌরাবাড়ী গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। স্থানীয়ভাবে বিদ্যালয়টি ভারত বাবুর বিদ্যালয় বলে সমধিক পরিচিত।
বিদ্যালয়টি ১৯১৯ইং সালে বাবু ভারত চন্দ্র দেব ও তার সহোদর বাবু দয়াল চন্দ্র দেবের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে বর্তমানে ৩২ শতক ভূমির উপর একটি মাত্র পাকা বিল্ডিং ও ৩টি টিন শেটের ঘর রয়েছে। ১৯৭৩ইং সালে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৪৮ জন এবং শিক্ষক পদ সংখ্যা ০৫টি। বর্তমানে ০১ জন প্রধান শিক্ষক ও ০৪ জন সহকারী শিক্ষক এবং ০২ জন সাহায্যকারী শিক্ষক কর্মরত রয়েছেন। প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়ে ছেলে-মেয়েদের জন্য আলাদা আলাদা টয়লেটের ও পানীয় জলের ব্যবস্থা রয়েছে।
বিদ্যালয়ের ক্যাচমেন্ট অত্যন্ত বিশাল। প্রায় ৫টি গ্রাম নিয়ে বিদ্যালয়ের ক্যাচমেন্ট। ক্যাচমেন্ট এরিয়ার জনসংখ্যা প্রায় ৫ হাজার। বিদ্যালয়টি অত্যন্ত মনোরম অবস্থানে অবস্থিত এবং অত্র এলাকার ছোট ছোট শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।

 

 

কর্মরত শিক্ষক/শিক্ষিকার তথ্য:    

নাম

পদবী

শিক্ষাগত যোগ্যতা

১। মো: জাহাঙ্গীর আলমপ্রধান শিক্ষকবি.এ, সি.ইন.এড
২। রুফছানা খাতুন চৌধুরীসহকারী শিক্ষকএইচ.এস.সি, সি.ইন.এড
৩। মো: আজির উদ্দিনসহকারী শিক্ষকএম.এ, সি.ইন.এড
৪। রুশনা বেগমসহকারী শিক্ষককামিল, সি.ইন.এড
৫। শিপলু রাণী দেবসহকারী শিক্ষকএইচ.এস.সি