বিদ্যালয়টির নাম: বাঘা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইহা সিলেট জেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ মডেল উপজেলার ১নং বাঘা ইউনিয়নের নিভূত পল্লী ছোট ছোট টিলাঘেরা গৌরাবাড়ী গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। স্থানীয়ভাবে বিদ্যালয়টি ভারত বাবুর বিদ্যালয় বলে সমধিক পরিচিত।
বিদ্যালয়টি ১৯১৯ইং সালে বাবু ভারত চন্দ্র দেব ও তার সহোদর বাবু দয়াল চন্দ্র দেবের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে বর্তমানে ৩২ শতক ভূমির উপর একটি মাত্র পাকা বিল্ডিং ও ৩টি টিন শেটের ঘর রয়েছে। ১৯৭৩ইং সালে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৪৮ জন এবং শিক্ষক পদ সংখ্যা ০৫টি। বর্তমানে ০১ জন প্রধান শিক্ষক ও ০৪ জন সহকারী শিক্ষক এবং ০২ জন সাহায্যকারী শিক্ষক কর্মরত রয়েছেন। প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়ে ছেলে-মেয়েদের জন্য আলাদা আলাদা টয়লেটের ও পানীয় জলের ব্যবস্থা রয়েছে।
বিদ্যালয়ের ক্যাচমেন্ট অত্যন্ত বিশাল। প্রায় ৫টি গ্রাম নিয়ে বিদ্যালয়ের ক্যাচমেন্ট। ক্যাচমেন্ট এরিয়ার জনসংখ্যা প্রায় ৫ হাজার। বিদ্যালয়টি অত্যন্ত মনোরম অবস্থানে অবস্থিত এবং অত্র এলাকার ছোট ছোট শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।
নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা |
১। মো: জাহাঙ্গীর আলম | প্রধান শিক্ষক | বি.এ, সি.ইন.এড |
২। রুফছানা খাতুন চৌধুরী | সহকারী শিক্ষক | এইচ.এস.সি, সি.ইন.এড |
৩। মো: আজির উদ্দিন | সহকারী শিক্ষক | এম.এ, সি.ইন.এড |
৪। রুশনা বেগম | সহকারী শিক্ষক | কামিল, সি.ইন.এড |
৫। শিপলু রাণী দেব | সহকারী শিক্ষক | এইচ.এস.সি |
বিদ্যালয়টি অত্র এলাকার হিন্দু সমপ্রদায়ের তৎকালীন প্রগতিশীল ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী বাবু ভারত চন্দ্র দেব ও তার সহোদর বাবু দয়াল চন্দ্র দেবের প্রচেষ্টায় ১৯১৪ইং সালে প্রতিষ্ঠিত হয়। তারপর অত্র এলাকার মুসলিম-হিন্দু উভয় সমপ্রদায়ের গন্যমান্য লোকদের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি আরো প্রসারিত হতে থাকে। ভারত বাবু একজন শিক্ষিত লোক হওয়ায় তিনি একাই নিজে শিক্ষকতা শুরু করেন। তিনি প্রথমে ৫/- টাকা বেতনে চাকুরী শুরু করেন। তার দশ বছর পর ভারত বাবুর সাথে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন দক্ষিণ বাঘা পাল বাড়ীর সরত চন্দ্র পাল এবং গৌরাবাড়ীর মৌলভী তৈয়বুর রহমান। তৎসময়ে ভারত বাবু বাড়ী বাড়ী গিয়ে, ছাত্র সংগ্রহ করতেন। বৃটিশ শাসন আমলে আসাম প্রদেশের লোকাল বোর্ড (Local board) এর অধীনে ১৯১৯ইং সালে বিদ্যালয়টি স্বীকৃতি লাভ করে। তখন বিদ্যালয়টি ১৭০নং বাঘা প্রাইমারী স্কুল নামে নামকরণ হয়। ভারত বাবু তখন পায়ে হেটে আসাম গিয়ে স্কুলের কাজ কর্ম করে আসতেন।
১ম শ্রেণী- ৬১, ২য় শ্রেণী- ৯৩, ৩য় শ্রেণী- ৯৫, ৪র্থ শ্রেণী- ৬৪, ৫ম শ্রেণী- ৩৫
বিদ্যালয় পরিচালনা কমিটির তথ্যঃ
১। জনাব আব্দুল হক, সভাপতি
২। জনাব বকুল চন্দ্র দেব, সহ-সভাপতি
৩। মো: জাহাঙ্গীর আলম, সদস্য সচিব
৪। জনাব আব্দুল মতিন, সদস্য,
৫। জনাব আবু রায়হান, সদস্য
৬। পপি রানী দেব, সদস্য
৭। ফাতেহা জান্নাত হেনা, সদস্য
৮। শাহানারা আক্তার, সদস্য
৯। ইসরাইল আলী, সদস্য
১০। জলি রাণী দেব, সদস্য
১১। মো: আজির উদ্দিন, সদস্য
১২। জাহেদ আহমদ, ইউ.পি সদস্য
পাশের হার:
২০০৭- ৯৬%,
২০০৮- ৯৩%,
২০০৯- ৮৬%,
২০১০- ১০০%,
২০১১- ১০০%
সামগ্রিকভাবে ফলাফল সন্তোষজনক ও ভর্তির হার শতভাগ।
মডেল বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা।
বাঘা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডাকঘর: বাঘা-৩১৬৬, উপজেলা: গোলাপগঞ্জ, জেলা: সিলেট।
মোবা: ০১৭১৯-৫৭৫২৪৪ (প্রধান শিক্ষক)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস