স্বাক্ষরতার সর্বপ্রথম ক্রম বিকাশ ঘটেছিল ঐ সূদুর অতীত মেসোপটোমিয়া তথা ইরাকে, সিরিয়া, মিশর ও চিনে। লিখন পদ্ধতি আবিস্কারের অনতিকাল পর থেকেই এর সূত্রপাত। স্বাক্ষরতার ক্রম বিস্তার তথা শিক্ষা বিস্তারের লক্ষে ঐতিহ্যবাহী গ্রাম বাগলায় প্রতিষ্ঠিত হয় বাগলা ২-প্রথমিক বিদ্যালয়।
জাতীর উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। আর শিক্ষা প্রসারের জন্য একটি সু নির্দিষ্ট ভিত্তি প্রয়োজন। এরই লক্ষে এলাকার জনসাধারণ বর্তমান বাগলা শাহী ঈদগাহ বাজারের পাশে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। বিদ্যালয়টির প্রতিষ্ঠার পেছনে এলাকার জনগণের সবছেয়ে বড় অবদান রয়েছে।
bagla2gps@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস