অত্র বিদ্যালয়টি ১৯৮৭ইং সনে তৎকালীন উপজেলা চেয়ারম্যান জনাব এম এ রকিব সাহেব এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে তাঁরই মায়ের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। কানাইঘাট উপজেলা সদরে পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত এ বিদ্যালটি কানাইঘাটের একমাত্র বালিকা বিদ্যালয় হিসাবে সুনামের সহিত পরিচালিত হচ্ছে। এ বিদ্যালয়টি ১৯৯৪ সনে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এবং ১৯৯৬ইং সনে মাধ্যমিক পর্যায়ে এমপিও ভুক্ত হয়। বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। এ বিদ্যালয়ে ০৮জন শিক্ষক ও ০২জন শিক্ষিকা ০১জন সহ-গ্রন্থাগারিক, ০১জন অফিস সহকারী, ০১জন দপ্তরী, ০১জন আয়া ও ০১জন নৈশ প্রহরী কর্মরত আছেন। হিন্দু ধর্ম শিক্ষা ও শরীরচর্চা পদ ০২টি শূন্য রয়েছে। নিয়োগের প্রক্রিয়া চলছে। বিদ্যালটিতে ০১টি দ্বিতল ভবন, ০৩টি একতলা ভবন ও ০১টি টিনসেড ও সু-প্রসস্ত ০১টি খেলার মাঠ সহ মোট ১.৪৪শতক জমি রয়েছে।
বিদ্যালয়টি ১৯৮৭ সালে কানাইঘাট উপজেলা সদরে একমাত্র বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। কানাইঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম এ রকিব তার মায়ের নামে প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি সুরমা নদীর পশ্চিম তীরে বুরহান উদ্দিন রোডের দক্ষিন পার্শ্বে এক মনোরম পরিবেশে অবস্থিত।
ক্রমিক | শ্রেণী | সংখ্যা | মন্তব্য |
০১ | ৬ষ্ঠ শ্রেণী | ১৮৬ |
|
০২ | ৭ম শ্রেণী | ১৯৮ |
|
০৩ | ৮ম শ্রেণী | ১২৫ |
|
০৪ | ৯ম শ্রেনী | ৮৩ |
|
০৫ | ১০ম শ্রেণী | ১০১ |
|
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
০১ | জনাব জমির উদ্দিন প্রধান | সভাপতি |
|
০২ | জনাব শামীম আহমদ | সাধারণ শিক্ষক প্রতিনিধি |
|
০৩ | জনাব জামিল আহমদ | সাধারণ শিক্ষক প্রতিনিধি |
|
০৪ | জনাব স্বাগতা চক্রবর্তী | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
|
০৫ | জনাব মোঃ ইলিয়াছ | অভিভাবক সদস্য |
|
০৬ | জনাব আব্দুন নুর | অভিভাবক সদস্য |
|
০৭ | জনাব আব্দুল হক | অভিভাবক সদস্য |
|
০৮ | জনাব হোসেন আহমদ | অভিভাবক সদস্য |
|
০৯ | জনাব অধ্যক্ষ সিরাজুল ইসলাম | শিক্ষানুরাগী |
|
১০ | জনাব শহীদুজ্জামান শিবলী | দাতা সদস্য |
|
১১ | জনাব মামুন আহমদ | সদস্য সচিব |
|
পরীক্ষার নাম | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ |
জেএসসি | - | ৬৫.৩৩% | ৭১.৫৩% | ৯০% | - |
এস এস সি | ৮০.৬৪% | ৬৯.৪৪% | ৭৬.৭৯% | ৮৪.৯৩% | ৮৩.৯৫% |
প্রতিষ্ঠানটি শুরু থেকে বিভিন্ন জাতীয় পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে আসছে। সর্বশেষ ২০১০সনে এসএসসি তে ০২টি এ+ পেয়েছে।
প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। সিলেট জেলা সদর থেকে সিলেট তামাবিল রোড দরবস্ত হয়ে কানাইঘাট আসা যায়। সিলেট বুরহান উদ্দিন রোডে গাছবাড়ী হয়ে কানাইঘাট আসা যায়। সিলেট জকিগঞ্জ রোডে শাহবাগ হয়ে কানাইঘাট আসা যায়। সকল রাস্তা বিদ্যালয়ের পাশ দিয়ে অতিক্রম করেছে বিধায় বিদ্যালয় গেটে নেমে পৌছা যায়। এছাড়া সুরমা নদী বিদ্যালয়ের পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়ায় নদী পথেও জেলা সদর থেকে বিদ্যালয়ে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস