ডেপুটি বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়টি কুশিয়ারা নদীর পূর্ব পাশে অবস্থিত বাদেপাশা গ্রামের ডেপুটি বাড়ির দীঘির উত্তর পারে অবস্থিত।
বিদ্যালয়টি গোলাপগঞ্জ উপজেলার ১০ ন১ উত্তর বাদেপাশা ইউনিয়নের অন্তর্গত ৭ নং ওয়ার্ডে অবস্থিত। বাদেপাশা গ্রামের ঐতিহ্যবাহী ডেপুটি বাড়ির দানকৃত ভূমির উপর বিদ্যালয়টি নির্মিত।
শ্রেনী | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেনী | ০৩ | ০৮ | ১১ |
১ম | ৩৩ | ৩১ | ৬৪ |
২য় | ২২ | ৩০ | ৫২ |
৩য় | ২৯ | ২৫ | ৫৪ |
৪র্থ | ১৮ | ৩৬ | ৫৪ |
৫ম | ১৪ | ২৪ | ৩৮ |
মোট | ১১৯ | ১৫৪ | ২৭৩ |
ক্রমিক নং | নাম | পদবী |
১ | এ,কে,এম ফখরুল আলম | সভাপতি |
২ | হাজী মোঃ মুছলেহ উদ্দিন | সহঃ সভাপতি |
৩ | মোঃ রেহান উদ্দিন | সদস্য |
৪ | স্বপ্না বেগম | সদস্য |
৫ | আব্দুল হান্নান | সদস্য |
৬ | মোঃ নানু মিয়া | সদস্য |
৭ | মোঃ নমান আহমদ | সদস্য |
৮ | অমিতা রানী দাস চৌধুরী | সদস্য |
৯ | মোঃ ফখরুল ইসলাম | সদস্য |
১০ | বাবুল আহমদ | সদস্য |
১১ | আবুল কালাম আজাদ | সদস্য |
১২ | সুব্রত দাস | সদস্য সচিব |
সাল | পাশের হার |
২০০৭ | ৭৫% |
২০০৮ | ৭৩% |
২০০৯ | ৬৬% |
২০১০ | ৮০% |
২০১১ | ১০০% |
২০০৯ সালে একটি সাধারণ বৃত্তি লাভ
২০১১ সালে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ইউনিয়ন চ্যাম্পিয়ান হয়ে উপজেলা পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। বিদ্যালয়টি বি গ্রেড হতে এ গ্রেডে উন্নিত হয়েছে।
ভবিষ্যতে বিদ্যালয়টিকে ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের একটি মডেল বিদ্যালয়ে রূপান্তর করা। দ্বিতীয়ত এটিকে একটি জুনিয়র বিদ্যালয়ে উন্নিত করা এবং Quality Education নিশ্চিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস