সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ০৪-০৯-২০১৪ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলাকে পরিচ্ছন্ন রাখার জন্য ”সিলেটের টেকসই পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের জন্য কর্মসূচি গ্রহণ সংক্রান্ত মতবিনিময় সভা” এর আয়োজন করা হয়। সিলেটের জেলাপ্রশাসক জনাব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিলেট সিটি করপোরেশন, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, জেলা স্কাউটস ও জেলা রোভারস, জেলার বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তরের প্রধানগণ, রেডিও সিলেট, ব্যবসায়িক নেতৃবৃন্দ, মেডিকেল কলেজ ও ক্লিনিক ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, নারী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও নির্বাচিত জনপ্রতিনিধিগণ উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতেই পরিচ্ছন্ন সিলেটের টেকসই রুপরেখা নিয়ে ধারনাপত্র উপস্থাপন করেন সিলেটের ডিডিএলজি ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। পরে ধারণাপত্রের উপর বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী সকল ব্যক্তি বা প্রতিনিধি সিলেট জেলাকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে গৃহীত কর্মসূচির সাথে একাত্বতা ঘোষণা করেন। সভায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি যে পরিকল্পনা গ্রহণ করা হয় তা সকলের কাছে জরুরী, বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য প্রতীয়মান হয়েছে। পরিচ্ছন্ন সিলেটের জন্য আন্দোলন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করার জন্য সভার পক্ষ থেকে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস