আইসিটি'র বহুল ব্যবহার নিশ্চিতকল্পে সরকারি-বেসরকারি নানাবিধ উদ্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এর সুফল যথাযথভাবে ব্যবহারে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত দিনব্যাপী সেমিনার জেলা প্রশাসক, সিলেট এর সম্মেলন কক্ষে ২৫/০৮/২০১৪ তারিখ অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সিলেট বিভাগের সকল জেলা থেকে প্রায় ১০০ জন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জনাব মোঃ শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিনিয়র গ্রোগ্রামার জনাব মোঃ জফুরুল আলম খান। তিনি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ভিডিও টিউটোরিয়াল এর বিভিন্ন ব্যবহার সম্পর্কে আলোচনা করেন এবং মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের সুচিন্তিত মতামত গ্রহণ করে উত্তর প্রদান করেন।
এছাড়া সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এ জেড এম নূরুল হক সিলেট জেলায় আইসিটির অগ্রগতি বিষয়ে আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, (১) সম্পূর্ণ জেলা প্রশাসকের কার্যালয় এবং সার্কিট হাউজে হাই-স্পীড ইন্টারনেট কানেকটিভিসহ wifi সুবিধা প্রদান; (২) কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য ডিজিটাল ফিংগার প্রিন্ট হাজিরা মেশিন স্থাপন; (৩) জেলা, উপজেলা ও ইউনিয়ন সহ সর্বমোট ১১৮ টি ওয়েবসাইট উদ্বোধন; (৪) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও গ্রাম পুলিশের বেতন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান; (৫) ১০৫ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে পল্লী বিদ্যুতের বিল প্রদান ও নতুন বিদ্যুৎ লাইনের আবেদন গ্রহণ (৬) ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস