ফুড সাপ্লিমেন্টের নামে কতিপয় অসাধু ডাক্তার, কেমিস্ট ও অনুমোদনহীন কোম্পানীর প্রতারক চক্রের হাত থেকে সাধারণ রোগীদের রক্ষায় আজ নগরীর বিভিন্ন স্থানে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মোট চারটি ফার্মেসীকে অবৈধ ও অনুমোদনহীন ঔষধ মজুদ রাখার দায়ে ড্রাগ এক্ট, ১৯৪০ অনুসারে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমান অবৈধ ঔষধ/ফুড সাপ্লিমেন্ট জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হোসাইন মোহাম্মদ হাই জকী ও জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স। সিলেটের ঔষধ তত্ত্বাবধায়ক জনাব শফিকুল ইসলাম এ সময় উপস্থিত থেকে আদালতকে সহায়তা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস