‘তথ্যের অধিকার, তথ্যই শক্তি; সুশাসনের হাতিয়ার, দুর্নীতি থেকে মুক্তি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যা লি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী। সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি জনাব আজিজ আহমেদ সেলিম সভাপতিত্বে আলোচনায় সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। তথ্য অধিকার আইন এর আদতে সেবা প্রদান করতে গিয়ে বিভিন্ন সময়ের নানা অভিজ্ঞতা উপস্থিত সকলের উদ্দেশ্যে বিনিময় করেন জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা জনাব মুহাম্মদ আশরাফুল আলম। এসময় তথ্য অধিকার সম্পর্কে সকল উপস্থিতিকে জানানোর লক্ষে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ হতে একটি তথ্যপত্র উপস্থাপনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস