Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
শিক্ষা ও কল্যাণ শাখা, সিলেট
Details

শিক্ষা ও কল্যাণ শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর ১নং ভবনের ৩য় তলায় ৩০৫-এ নং কক্ষে অবস্থিত।


Citizen Service

 

 

Citizen Charter

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যত্যয় হলে প্রতিকারের বিধান

বেতন বিল।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বেতনবিল পাওয়ার পর সংশি­ষ্ট ফাইলে উপস্থাপন করে উর্দ্ধতন কর্মকর্তাদের স্বাক্ষর গ্রহণক্রমে বিল প্রদান।

বিল প্রাপ্তির ০৩ (তিন) দিনের

মধ্যে ।

বিলের কোন ভূলক্রটি থাকলে তা সংশোধনের জন্য  সংশি­ষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়। সংশোধিত বিল প্রাপ্তির পর ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযোগ।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান/প্রতিষ্ঠান প্রধান/ বিভিন্ন কমিটি/উপবৃত্তির টাকা আত্নসাতের বিরুদ্ধে অভিযোগকারির অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ।

অভিযোগ প্রাপ্তির ০১ (এক)সপ্তাহের মধ্যে তদন্তকারী কর্মকর্তা নিয়োগক্রমে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সংগ্রহ করত: আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া না গেলে পরবর্তী ০১ (এক) সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন নিশ্চিত করা হয়।অন্যথায় পরবর্তী ব্যবস্থা গ্রহণার্থে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়।

কমিটি গঠন।

শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরণের কমিটি গঠন/নির্বাচন পরিচালনার অনুমতি/ প্রিজাইডিং অফিসার নিয়োগের আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ।

১০ (দশ ) দিনের মধ্যে।

আবেদনে কোন ভূলক্রটি থাকলে তা সংশোধনের জন্য সংশি­ষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়। সংশোধিত আবেদন প্রাপ্তির পর ব্যবস্থা গ্রহণ করা হয়।

ফ্যাক্সযোগে প্রাপ্ত বার্তা।

তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

---------

--------------

উর্দ্ধতন অফিস(মন্ত্রণালয়/অধিদপ্তর) থেকে প্রাপ্ত পত্রাদি/তথ্য।

পত্র পাওয়ার পর সংশি­ষ্ট নথিতে উপস্থাপন করা হয়। প্রয়োজনে অধীনস্থ প্রতিষ্ঠান হতে তথ্যাবলী সংগ্রহক্রমে প্রাপ্ত প্রতিবেদন/তথ্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ নিশ্চিত করা হয়।

১০ থেকে ১৫ দিনের মধ্যে

সময়মত না পেলে তাগিদক্রমে প্রতিবেদন সংগ্রহ করত: উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

সব ধরনের পাবলিক পরীক্ষা ও বিভিন্ন ধরণের বৃত্তি/বার্ষিক পরীক্ষা সংক্রান্ত।

পরীক্ষা শুরু পূর্বে সংশি­ষ্টদের নিয়ে প্রস্ত্ততিমূলক সভা আহবান করে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা হয়।

সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার স্বার্থে এবং পরীক্ষা চলাকালীন সময শিক্ষা ও কল্যাণ শাখায় পরীক্ষা কন্ট্রোলরুম চালু করা হয়।

-----------

--------------

বিভিন্নদিবস/ অনুষ্ঠান পালন।

সভা আহবানের মাধ্যমে নির্ধারিত দিবস/অনুষ্ঠানাদির কর্মসূচি গ্রহণ করত: তা যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

-------------

--------------

মহিলা ও শিশু, সমাজসেবা,  উপ-

জাতীয় সনদ,স্কাউট ও শিশু একাডেমি কার্যক্রম।

(ক) সভা আহবানের মাধ্যমে নির্ধারিত দিবস/অনুষ্ঠানাদির কর্মসূচি গ্রহণ করত: তা যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

(খ) পত্র পাওয়ার পর সংশি­ষ্ট নথিতে উপস্থাপন করা হয়। প্রয়োজনে অধীনস্থ প্রতিষ্ঠান হতে তথ্যাবলী সংগ্রহক্রমে প্রাপ্ত প্রতিবেদন/তথ্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ নিশ্চিত করা হয়।

-------------

১০ থেকে ১৫ দিনের মধ্যে

--------------

সময়মত না পেলে তাগিদক্রমে প্রতিবেদন সংগ্রহ করত: উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

 


Current Project

0


Duties

এই শাখা হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত বেতনবিল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান/প্রতিষ্ঠান প্রধান/ বিভিন্ন কমিটি/উপবৃত্তির টাকা আত্নসাতের বিরুদ্ধে অভিযোগকারির অভিযোগ,শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরণের কমিটি গঠন/নির্বাচন পরিচালনার অনুমতি/ প্রিজাইডিং অফিসার নিয়োগ, পরীক্ষা শুরু পূর্বে সংশি­ষ্টদের নিয়ে প্রস্তুতিমূলক সভা আহবান করে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার স্বার্থে এবং পরীক্ষা চলাকালীন সময শিক্ষা ও কল্যাণ শাখায় পরীক্ষা কন্ট্রোলরুম চালু করা, শিক্ষা মূলক দিবস/অনুষ্ঠানাদির কর্মসূচি গ্রহণ করা সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। 


Contact
জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর ১ম ভবনের ৩য় তলায় ৩০৫-এ নং কক্ষ।
Image
www.sylhet.gov.bd/dcoffice_section/8949f6bf_0758_11e7_a6c5_286ed488c766/edu-1.JPG
Acting Officer